কৌশিক দত্ত, কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার জন্য মরিয়া মহম্মদ শামি (Mohammed Shami)। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য করে চলেছেন হাজারো চেষ্টা। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন মহম্মদ শামি। SMAT ম্যাচ গুলিতে শামির বোলিংয়ের ধারও দেখা যাচ্ছে। বিহারের বিরুদ্ধে বাংলার ম্যাচে শামি ৪ ওভারের ২৪ বলে ১৫টিই ডট করেছিলেন। শামির বল দেখে খাবি খাচ্ছিলেন বিহার দলের ব্যাটাররা। শামির এই পারফরমেন্স একদিকে যেমন তাঁর জন্য ভালো, অন্যদিকে টিম ইন্ডিয়ার জন্যও অতি উত্তম।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহম্মদ শামি বিহারের বিরুদ্ধে ম্যাচে তাঁর ৪ ওভারে মাত্র ১৮ রানই দিয়েছেন। এছাড়াও তিনি ১৫টি ডট বল করেন। পাশাপাশি তিন এক উইকেটও নিয়েছেন। এর আগে মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে বাংলার বোলার মহম্মদ শামি ৪ ওভারে মাত্র ১৬ রানই দেন। বিগত ১১ দিনে শামি ৬টি T20 ম্যাচ খেলেছেন। সেখানে তিনি মোট ২৩.৩ ওভার বল করে ৫ টি উইকেট নিয়েছেন।
ভারতীয় নির্বাচকরা মহম্মদ শামির উপর নজর রাখছেন। রিপোর্টস অনুযায়ী, BCCI-ও চাই শামি অস্ট্রেলিয়া সফরে গিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলুক। কিন্তু তাঁর বর্তমান শারীরিক ক্ষমতাও দেখে নেওয়া হচ্ছে। টি২০ ও টেস্ট ম্যাচে বোলিং করায় রাত দিনের ফারাক রয়েছে। তাই টিম ম্যানেজমেন্ট শামির ফিটনেসের উপর কড়া নজর রেখেছেন।
তৃতীয় টেস্টে খেলবেন শামি?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে একটি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে দিন রাতের টেস্ট ম্যাচ। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচ থেকে টিমের রাশ নিজের হাতে নেবেন। শুভমন গিলও দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের অংশ হতে চলেছেন। দ্বিতীয় টেস্টে আর শামির খেলা সম্ভব হবে না। তবে, তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ায় সুযোগ পেতে পারেন মহম্মদ শামি। আপাতত সেই আশাই রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |