কৃপণ বোলিংয়ের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিং, SMAT-তে অন্য রূপ দেখালেন শামি

Published on:

mohammed shami

কৌশিক দত্ত, কলকাতাঃ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কামালের পর কামাল দেখাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বোলিংয়ে তো জাদু দেখাচ্ছেনই, এবার ব্যাটিংয়েও বিধ্বংসী রূপ দেখালেন তিনি। সোমবার SMAT-তে একাই বাংলাকে কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন তিনি। টানটান উত্তেজনার ম্যাচে চণ্ডীগড়কে ৩ রানে হারিয়েছে বাংলা।

WhatsApp Community Join Now

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলা। অভিষেক পোড়েল থেকে সুদীপ ঘরামি, শাকির গান্ধী সবাইকে নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে চলে যান। তবে করণ লাল ও ঋত্বিক চট্টোপাধ্যায় ব্যাট হাতে কিছুটা আশা দেখান।

চণ্ডীগড়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং মহম্মদ শামির

ঋত্বিক আউট হতেই ফের চাপে পড়ে যায় বাংলা দল। তবে আজ মহম্মদ শামি যেন ত্রাতা হয়ে উঠে আসেন। ব্যাট হাতে মাঠে নেমে অন্য এক রূপ দেখান তিনি। সন্দীপ শর্মার এক ওভারেই ১৯ রান করেন শামি। তিনি নিজের সংক্ষিপ্ত ইনিংসে ২ টি ৬ ও তিনটি ৪ মারেন। মোট ১৭ বলে ৩২ করেন শামি। যদিও তিনি আউট হননি। শামির কারণে শেষ ১০ বলে ২১ রান করে বাংলা।

কৃপণ বোলিং মহম্মদ শামির

এতো গেল ব্যাটিং, বল হাতেও দারুণ পারফর্ম করেন মহম্মদ শামি। ওপেনার আরসালান খানকে ফেরান তিনি। তবে আজকের ম্যাচে এটাই ছিল তাঁর প্রথম এবং শেষ উইকেট। বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রানই দেন শামি। নেন একটি উইকেটও।

সঙ্গে থাকুন ➥
X