চোট কতটা গুরুতর! নিজেই আপডেট দিলেন মহম্মদ শামি

Published on:

mohammed shami injury update

কৌশিক দত্ত, কলকাতাঃ দীর্ঘ ৩৬০ দিন পর ক্রিকেটে ফিরে মাঠে আগুন ঝরাচ্ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। আশা করা হচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে তাঁকে খেলানো হবে। কিন্তু তার আগেই ফের এল দুঃসংবাদ। আবারও চোট পেলেন টিম ইন্ডিয়ার পেসার। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ মাঠেই কোমর ধরে বসে পড়েন মহম্মদ শামি। বল আটকাতে গিয়ে তিনি কোমরে চোট পান। আর এই চোট নিয়ে চিন্তায় মহম্মদ শামি থেকে তার ভক্তরা। এখন সবার মনেই একটাই প্রশ্ন যে, মহম্মদ শামি আবারও চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়া হবেন না তো? এরই মধ্যে শামি নিজেই নিজের চোট নিয়ে আপডেট দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহম্মদ শামি সমস্ত জল্পনায় জল ঢেলে জানিয়েছেন যে, তিনি সম্পূর্ণ ফিট। নিজের টুইটার অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার এই জোরে বোলার। সেখানে তাঁকে জিমে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। সেখানেই তিনি নিজের চোট নিয়ে আপডেট দিয়েছেন।

চোট নিয়ে আপডেট দিলেন মহম্মদ শামি

মহম্মদ শামি নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শক্তিশালী পা, শক্ত মাথা আর শক্তিশালী শরীর।’ শামির এই পোস্টেই বোঝা যাচ্ছে যে, চোট তাঁকে আক্রান্ত করতে পারেনি। তিনি সুস্থ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে চোট সামান্যই ছিল, যা রিকভার হয়ে গিয়েছে। বলে দিই, বিসিসিআই শামির দিকে নজর রাখছে। শামি সম্পূর্ণ ফিট হলেই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অস্ট্রেলিয়ায় কবে যাচ্ছেন মহম্মদ শামি?

৩৬০ দিন পর ঘরোয়া ম্যাচের মাধ্যমে মাঠে ফেরেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ইন্দোরের বিরুদ্ধে খেলেন শামি। ওই ম্যাচে তিনি ৭ উইকেট নেন। পাশাপাশি তার ব্যাট দিয়েও রান আসে। এরপর থেকেই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর দাবি ওঠে। তবে BCCI চট জলদি সিদ্ধান্ত না নিয়ে কিছুটা সময় হাতে রেখেছে। শামি সম্পূর্ণ ফিট হলে হয়ত তৃতীয় টেস্টের আগেই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group