বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ শামির (Mohammed Shami) দলে ফেরা নিয়ে অপেক্ষা আরও বাড়তে পারে ভক্তদের। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই বাদ পড়েছিলেন ভারতের অভিজ্ঞ পেসার। দীর্ঘ চোট কাটিয়ে তাঁর মাঠে ফেরার অপেক্ষায় হাপিত্যেশ করে বসেছিলেন ভারতীয় সমর্থকরা। তবে সুযোগ যখন এলো, ধরা দিল না সাফল্য। 22 জানুয়ারি ইডেন গার্ডেন্সে টস প্রক্রিয়া চলাকালীন শামিকে বাদ দিয়েই প্রথম একাদশ ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর এরপর থেকেই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও ভক্তদের মধ্যে অনেকেই ভেবেছিলেন, প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জায়গা হবে ভারতীয় পেসারের। তবে এবার সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। সূত্র বলছে, আগামীকালের ম্যাচে শামির উপস্থিতি নিয়ে সংশয়ের পরিধি বেড়েছে। আদৌ তাঁকে নিয়ে সূর্যরা দ্বিতীয় রণক্ষেত্রে নামবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
চেন্নাইয়ের ময়দানে নামা হচ্ছে না শামির!
2023 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে চোট পাওয়ার পর টানা 1 বছরেরও বেশি সময় ধরে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন শামি। তবে এর মাঝে খোলা ও ঘেরাটোপ অনুশীলনের মধ্য দিয়ে যেভাবে নিজেকে তৈরি করেছেন ভারতীয় তারকা তাতে খেলোয়াড়ের দলে ফেরা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই মতো সমস্ত জল্পনা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয় শামির। কিন্তু বাংলার মাটিতে প্রথম ম্যাচেই তাঁকে দূরে সরিয়ে রাখে ম্যানেজমেন্ট।
আশা ছিল অন্তত দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে মাঠে দেখা যাবে তাঁকে। এবার সেই সম্ভাবনাও ধূসর হয়ে আসছে। কলকাতায় টি-টোয়েন্টির প্রথম ম্যাচ থেকে বাদ পড়ার পরই ভারতীয় তারকার ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। যদিও এর আগেই বোর্ডের তরফে জানানো হয় যে, শামি আপাতত সুস্থ। এহেন আবহে আগামীকালের ম্যাচে ভারতের অভিজ্ঞ পেসারের উপস্থিতি নিয়ে সংশয়ের জাল চওড়া হয়েছে।
প্রকাশ্যে এলো আসল কারণ
মহম্মদ শামির প্রত্যাবর্তন জল্পনার মাঝেই তাঁকে নিয়ে আত্মবিশ্বাসী সুর চড়িয়েছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলোয়াড় জানান, শামির মতো একজন পেসার দলে ফিরলে আখেরে লাভ হবে আমাদেরই। তাঁকে নিয়ে খেলতে পারলে সত্যিই নিজেদের ভাগ্যবান মনে করব। তাঁর ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে দলের সমন্বয়ের কারণে তাঁকে বাদ দেওয়া হতে পারে।
পিচের পরিস্থিতি ও আবহ খতিয়ে দেখে শামিকে মানানসই মনে না হলে তাঁকে বাদ দিতে পারে ম্যানেজমেন্ট। সূত্র বলছে, এবার সেই পথ ধরেই আগামীকালের টি-টোয়েন্টিতে জায়গা হারাতে পারেন বাংলা দলের হয়ে খেলা এই পেসার। কারণ হিসেবে জানানো হয়েছে, ফাস্ট বোলাররা চেপকে তেমন একটা সাফল্য পান না।
এদিকে ইতিমধ্যেই দলে আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ারা রয়েছেন। তাই আগামীকালের ম্যাচে শামিকে দলে নিয়ে সাহসী পরিচয় দিতে চাইছে না ম্যানেজমেন্ট কর্তারা। কেননা, দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। তাই প্রথমেই কঠিন পিচে তাঁকে নিয়ে এক্সপেরিমেন্ট করাটা খানিকটা চাপের হবে।
অবশ্যই পড়ুন: সংসার ভাঙছে আরতি-সেহবাগের! 20 বছরের বৈবাহিক সম্পর্কে ইতি? তুঙ্গে জল্পনা
শামির পরিবর্তে জায়গা হতে পারে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের!
ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবারের টি-টোয়েন্টিতে শামিকে দলে না টানলেও ভারতীয় তরুণ ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট। মূলত চেন্নাইয়ের পিচের কথা মাথায় রেখে এই ধুরন্ধর স্পিনারকে ইংল্যান্ডের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে ভারতীয় নির্বাচকরা। তাই আগামীকালের ম্যাচে শামির পরিবর্তে যদি ওয়াশিংটন সুন্দরের জায়গা হয় সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।