বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে উপেক্ষিত তিনি। রঞ্জি ট্রফিতে পা রেখেই নিজের জাত চেনালেন ভারতীয় তারকা মহম্মদ শামি। প্রথম 10 ওভার উইকেটহীন থাকলেও চূড়ান্ত নাটকীয়তার মধ্যে শেষের দিকে উত্তরাখণ্ডের 3 উইকেট তুলে নেন শামি। তাতেই 213 রানে গুটিয়ে যায় প্রতিপক্ষের প্রথম ইনিংস। এই মুহূর্তে উত্তরাখণ্ডের দেওয়া লক্ষ্য তাড়া করছে বাংলা দল।
শেষের তিন উইকেট তুলে প্রতিপক্ষকে ধসিয়ে দেন শামি
বুধবার, রঞ্জি ট্রফির ময়দানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। যার জেরে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বাধ্য হয়েই প্রথমে ব্যাট করতে হয় উত্তরাখন্ড দলকে। সেই সূত্রেই, ইডেনের সবুজ পিচে আক্রমণ বাড়াতে থাকেন মহম্মদ শামি, আকাশদীপ, সুরজ সিন্ধু জয়সওয়ালরা। শুরুতেই, বিচক্ষণতার সাথে ব্যাট করতে থাকেন উত্তরাখণ্ডের দুই ওপেনার অবনীশ সুধা এবং প্রশান্ত চোপড়া।
দুই ওপেনারের কাঁধে ভর করে কিছুদূর এগোতেই উত্তরাখন্ড দলের প্রথম উইকেট তোলেন ঈশান পোড়েল। 12 রানে আউট হয়ে ফিরে যান অবনীশ। এরপর ওই একই পথ ধরে 20 ওভারে 3 উইকেট হারায় উত্তরাখন্ড। তখন বাংলার প্রতিপক্ষের রান মাত্র 45। এরপর বাংলার হয়ে জোরালো আক্রমণ চালিয়ে চতুর্থ উইকেট নেন সুরজ সিন্ধু। উত্তরাখণ্ডের জন্য পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল। ভূপেন-জগদীশার জুটি ভাঙার পর বিচক্ষণতার সাথে রান এগোচ্ছিল উত্তরাখণ্ডের, ঠিক সেই আবহে ফের উইকেট তোলেন সুরজ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রথম 10 ওভারে উইকেট শূন্য থাকলেও শেষের তিনটি উইকেট তুলেছিলেন মহম্মদ শামি। বলা বাহুল্য, প্রথম বলে শামি বোল্ড করেন উত্তরাখণ্ডের জানমেজয় জোশীকে। এরপর দ্বিতীয় বলে শামির হাতে বধ হন রাজ কুমার। তবে দুঃখের বিষয় তিন নম্বর বলে উইকেট তুলতে পারেননি শামি, যার কারণে হাতছাড়া হয়েছিল হ্যাটট্রিক। চতুর্থ বলে উইকেট না পাওয়ার অপ্রাপ্তি ঘুচিয়েছিলেন তিনি। আউট করেছিলেন দেবেন্দ্র সিং বোরাকে।
অবশ্যই পড়ুন: ভারতের মুকুটে নয়া পালক! ৩২ হাজার ফুট উচ্চতায় দেশীয় প্যারাসুটের সফল পরীক্ষা DRDO-র
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর ভারতীয় দলে ডাক পাননি অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও জায়গা হয়নি তাঁর। তবে সেই সব দুঃখকে কিছুটা দূরে সরিয়ে রেখেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পেছনে ছুটছেন ভারতের এই তারকা পেসার। যার প্রমাণ উত্তরাখণ্ডের ম্যাচে 37 রানে শামির 3 উইকেট। অনেকেই বলছেন, রঞ্জি ট্রফিতে ভারতীয় তারকার এমন পারফরমেন্স ভাবাতে পারে টিম ম্যানেজমেন্টকে। না বললেই নয়, শামি ছাড়াও উত্তরাখণ্ডের ম্যাচে ঈশান 3 এবং সুরজ সিন্ধু জয়সওয়াল 4টি উইকেট তুলেছিলেন।