বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে BCCI। প্রত্যাশা অনুযায়ী, স্কোয়াডে জায়গা হয়েছে শুভমন গিলের। অধিনায়ক রয়েছেন সূর্য কুমার যাদব। এদিকে, ফর্মে থাকা সত্ত্বেও এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। জায়গা হয়নি, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুলদেরও। তবে এরা ছাড়াও ভারতের আরেক অভিজ্ঞ তারকার বাদ পড়া চোখে লেগেছে ভক্তদের।
তিনি হলেন, টিম ইন্ডিয়ার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন পেসার মহম্মদ শামি। আসলে বিগত দিনগুলিতে বারংবার শামির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। তাই প্রত্যাশা মতোই জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে ঠাঁই হয়নি তাঁর। আর এই ঘটনার পরই অনেকেই মনে করছেন, এবার হয়তো কেরিয়ার শেষের পথে এই ভারতীয় বোলারের। তাহলে কি অবসর?
মহম্মদ শামির কেরিয়ার শেষের পথে?
শেষবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চোটের পর গত চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলে কামব্যাক করেছিলেন মহম্মদ শামি। যদিও সেই আসরে নিজের নামের প্রতি সে অর্থে সুবিচার করতে পারেননি তিনি। যার কারণে প্রশ্ন উঠেছিল তাঁর ফিটনেস নিয়ে। পরবর্তীতে ওই একই কারণে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে জায়গা হয়নি তাঁর।
যদিও শেষ বারের মতো ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন শামি। তবে সেই সিরিজেও আশানুরূপ ফল দিতে পারেননি তিনি। ফলে এমনিতেই ভারতীয় তারকার কেরিয়ার শেষ হয়ে যায় যায় অবস্থা.. এরই মাঝে এশিয়া কাপের টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়ল শামির নাম। আর এই ঘটনার পরই খেলোয়াড়ের কেরিয়ার যে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াল সে কথা বলাই যায়।
বহু ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, মূলত ফিটনেস ও খারাপ ছন্দের কারণে জাতীয় দলের হয়ে কোনও আসরেই জায়গা পাচ্ছেন না শামি। তাই এবার হয়তো এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অবসর নিয়েই নেবেন ভারতীয় তারকা। যদিও এখনও পর্যন্ত অবসর প্রসঙ্গে মুখ খোলেননি শামি।
অবশ্যই পড়ুন: ৯৭টি তেজস যুদ্ধ বিমান কিনছে ভারত, ৬২ হাজার কোটির অনুমোদন দিল কেন্দ্র
উল্লেখ্য, আগামী 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। আর তার আগেই একাধিক যোগ্য তারকাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সবচেয়ে অবাক করা বিষয়, ইংল্যান্ডের মাটিতে গত টেস্ট সিরিজে দাপুটে পারফরমেন্স সত্বেও এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে নেই মহম্মদ সিরাজ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |