বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ শামি (Mohammed Shami) শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। আশা ছিল হয়তো এশিয়া কাপে জায়গা হবে তাঁর, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হল না। এশিয়া কাপের ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই বড়সড় বোমা ফাটালেন টিম ইন্ডিয়ার বহু যুদ্ধজয়ের কারিগর মহম্মদ শামি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পরই বিস্ফোরক মহম্মদ শামি
বুধবার News 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন সহ ক্রিকেট কেরিয়ার এমনকি অবসর জল্পনা নিয়েও মুখ খোলেন মহম্মদ শামি। এদিন শামি জানান, তাঁর অন্যতম প্রধান লক্ষ্য ছিল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। 2023 সালে সেই লক্ষ্যের খুব কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে। সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় তারকা।
হঠাৎ শামি বলে বসেন, আমায় নিয়ে যদি কারও কোনও সমস্যা থাকে সেটা আমাকে বলুক। আমার মনে হয়, আমি অবসর নিলেই হয়তো তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এরপরই টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার বলেন, আমি কার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছি যে, তাঁরা সব সময় আমার অবসর কামনা করেন?
এদিন সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে জাতীয় দল থেকে বাদ পড়া নিয়েও মুখ খুলেছিলেন তারকা পেসার। টিম ইন্ডিয়ার নির্বাচকদের উদ্দেশ্যে শামির বক্তব্য ছিল, আমার যেদিন খেলতে ভাল লাগবে না, আমি নিজে থেকেই সরে যাব। আপনারা আমাকে দল থেকে সরিয়ে রাখছেন, কিন্তু তা সত্ত্বেও আমি পরিশ্রম চালিয়ে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা না হলে ঘরোয়া ক্রিকেট খেলে যাব।
ভারতীয় ক্রিকেটার আরও বলেন, যাইহোক, কোনও না কোনও জায়গায় ঠিক খেলা চালিয়ে যাব। বিগত দিনগুলিতে প্রচুর পরিশ্রম করেছি। নিজেকে ফিট করে তোলার জন্য ওজন কমিয়েছি, ট্রেনিং করেছি। আমার এখন একমাত্র লক্ষ্য, নিজেকে ছন্দে ফিরিয়ে এনে স্পেলে বল করা। সব মিলিয়ে, এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে জাতীয় দলে উপেক্ষার সব রকম জবাব দিয়েছেন ভারতীয় তারকা।
অবশ্যই পড়ুন: হাইকোর্টের নির্দেশে অনুদান বন্ধ! এবার পুজো হওয়া নিয়ে আশঙ্কা শিলিগুড়ির কাশ্মীর কলোনির
উল্লেখ্য, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। আগেই এই নিয়ম চালু করেছে বোর্ড। সেই মতো, এশিয়া কাপের দল থেকে বাদ পড়া টিফ ইন্ডিয়ার ক্রিকেটারদের আসন্ন দিলীপ ট্রফিতে খেলতে হবে বলেই খবর। মনে করা হচ্ছে, সেই আসরেই কামব্যাক করবেন এশিয়া কাপের দল থেকে বাদ পড়া অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ শামি। হয়তো সেজন্যই জোর কদমে চলছে প্রস্তুতি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |