‘মোকাবিলা করার জন্য প্রস্তুত’, চ্যাম্পিয়নস ট্রফির আগে শামির ফিটনেস নিয়ে সুখবর

Published on:

Mohammed shami practicing before the champions trophy viral video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের খুব কাছে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড সিরিজ। ইংলিশ বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আক্রমণ শনানোর পরই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে আসর জমাবে ভারত। তবে জাতীয় দলে যাঁর প্রত্যাবর্তন এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তিনি হলেন ভারতের ধুরন্ধর পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।

WhatsApp Community Join Now

চোট যন্ত্রণায় কাবু শামিকে অজিভূমিতে পায়নি টিম ইন্ডিয়া। তাই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে শত্রু শিবিরে আঘাত হানতে তাঁকে রেখেই দল ঘোষণা করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, দীর্ঘ অপেক্ষা ঘুঁচিয়ে এবার সেই ইচ্ছে পূরণ করবেন শামি। আসন্ন আইসিসি ইভেন্টকে সামনে রেখে চলছে তাঁর অস্ত্রে শান দেওয়ার প্রক্রিয়া।

12 জানুয়ারির আগে দল ঘোষণা আবশ্যিক

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করে বসে রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ হওয়া ভারতীয় দল। আইসিসির নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট যেহেতু ঘনিয়ে আসছে তাই স্কোয়াড ঘোষণার জন্য ভারতের হাতে আর বেশি সময় নেই। সূত্র বলছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে ভারতকে। এহেন আবহে ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে চিন্তা বেড়েছে নির্বাচন কমিটির সদস্যদের।

মাঠে ফিরতে মরিয়া মহম্মদ শামি

বা হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শামি। চোট যন্ত্রণাকে সঙ্গী করে উইকেট ভাঙার নেশাও সাময়িকভাবে উবে গিয়েছিল মন থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুরবস্থা দেখেও দলের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি ভারতের ফার্স্ট বোলিং স্তম্ভ। তবে বিজয় হাজারেতে বাংলা দলের হয়ে মাঠ দখল করতে দেখা গিয়েছিল শামিকে। যদিও সেই ঘরোয়া সংস্করণেও চোটের ক্ষত পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি তিনি। তবে সূত্র বলছে, বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন ভারতীয় পেসার। জানা যাচ্ছে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে লক্ষ্য বানিয়ে নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন মহম্মদ।

সমাজ মাধ্যমে শামির আত্মবিশ্বাসী পোষ্ট

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্র্যাকটিস সেশনের একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের অভিজ্ঞ পেসার। যেখানে তাঁকে চোট ভুলে দক্ষ হাতে উইকেট শিকার করতে দেখা গিয়েছে। আর এই দৃশ্যই আসন্ন আইসিসি টুর্নামেন্টে শামির দলে ফেরার সম্ভাবনাকে দ্বিগুণ করে দিল। অনুশীলন পর্বের আত্মবিশ্বাসী ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ক্যাপশনে ভারতীয় তারকা লিখেছেন, নির্ভুলতা, গতি এবং প্যাশন, এখন গোটা বিশ্বকে গ্রাস করতে প্রস্তুত!

সঙ্গে থাকুন ➥
X