কৌশিক দত্ত, কলকাতাঃ রঞ্জি ট্রফি দিয়ে ৩০০ দিন পর মাঠে ফিরেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার হয়ে ইন্দোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন টিম ইন্ডিয়ার বোলার। প্রথম ম্যাচেই নিজের কামব্যাকের আশা যুগিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে তিনি ৭ উইকেট নেন। এমনকি ব্যাটেও রান করেন। এরপর থেকেই তাঁর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার আশা বেড়ে যায়।
টিম ইন্ডিয়ায় ফেরার দাবি ঠুকলেন মহম্মদ শামি
প্রথমে আশা করা হচ্ছিল যে, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগেই জাতীয় দলে ডাক পাবেন তিনি। তবে, সেই আশা পূর্ণ হয়নি। নির্বাচকরা মহম্মদ শামির শারীরিক ক্ষমতার উপর নজর রাখছে। তবে আশা করা হচ্ছে যে, মহম্মদ শামি তৃতীয় টেস্টে ভারতীয় দলের অংশ হতে পারেন। তবে সম্পূর্ণটাই নির্ভর করবে BCCI-র উপর। আর এরই মধ্যে ফের জাতীয় দলে ফেরার দাবি ঠুকলেন শামি।
মহম্মদ শামি বর্তমানে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন। আর এই টুর্নামেন্টে প্রতিদিনই তিনি নতুন নতুন কীর্তি করে দেখাচ্ছেন। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পথে বাংলা। রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে সেই আশা জুগিয়ে রেখেছে শামিরা। আর রাজস্থানকে দুরমুশ করার পিছনে বড় অবদান রয়েছে শামির।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আগুনে বোলিং মহম্মদ শামির
রাজকোটে বাংলার বিরুদ্ধে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে রাজস্থান। মহম্মদ শামি বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। পাশাপাশি বাংলার দুই বোলার সায়ন ঘোষ ও শাহবাজ আহমেদ দুটি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট পেয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ১৫৪ রানের লক্ষ্য পূরণে নেমে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে নিয়ে জয় হাসিল করে নেয় বাংলা। চন্দননগরের ছেলে অভিষেক পোড়েল এদিন ৪৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
চোটের কারণে ৩০০ দিন মাঠের বাইরে থাকার পর মহম্মদ শামি প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন। শামির এহেন প্রত্যাবর্তনে খুশি নির্বাচন থেকে টিম ইন্ডিয়ার ভক্তরাও। এখন সবার আশা এই যে, শামি শীঘ্রই জাতীয় দলে সুযোগ পাবেন। সবাই তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে মাঠে দেখতে চান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।