পাল্টা মন্তব্যে তীব্র খোঁচা টিম ইন্ডিয়ার বোলারের, শামিকে নিয়ে কমেন্ট করে পস্তাচ্ছেন মঞ্জরেকর

Published:

sanjay manjrekar shami
Follow

কলকাতাঃ গতবার চোটের কারণে IPL খেলতে পারেননি মহম্মদ শামি । এবার তাঁকে আর রিটেন করেনি গুজরাট টাইটন্স। তাই এবারের আইপিএল মেগা নিলামে মহম্মদ শামির নামও উঠবে। আর IPL নিলামের আগে প্রাক্তন ভারতীয় প্লেয়ার সঞ্জয় মঞ্জরেকর মহম্মদ শামির দাম নিয়ে কমেন্ট করেছে। মঞ্জরেকর দাবি করেছেন যে, এবারের IPL নিলামে মহম্মদ শামির মূল্যে বিরাট পতন দেখা দেবে। মঞ্জরেকর জানান, চোটের কারণে এতদিন ক্রিকেট থেকে দূরে থাকা বোলারের উপর IPL ফ্রাঞ্চাইজিগুলো বেশি টাকা খরচ করতে চাইবে না।

মঞ্জরেকরকে পাল্টা দেন মহম্মদ শামি

এই নিয়ে সঞ্জয় মঞ্জরেকরকে পাল্টা দেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় জোরে বোলার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বাবার জয় হোক। দয়া করে কিছু জ্ঞান বাঁচিয়ে রাখুন, আগামী দিনে আপনারই কাজে আসবে। কেউ যদি ভবিষ্যৎ নিয়ে জানতে চান, তাহলে স্যার (সঞ্জয় মঞ্জরেকর)-র সাথে সাক্ষাৎ করুন।’

উল্লেখ্য, এটাই প্রথম না যে সঞ্জয় মঞ্জরেকরের করা মন্তব্য নিয়ে কোনও ক্রিকেটার পাল্টা বিবৃতি দিলেন। এর আগে রবীন্দ্র জাদেজাও মঞ্জরেকরকে পাল্টা আক্রমণ করেছিলেন। বলে দিই, সঞ্জয় মঞ্জরেকর মাঝে মধ্যেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নিয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন।

রাজকীয় প্রত্যাবর্তন মহম্মদ শামির

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মহম্মদ শামি ৩৬০ দিন পর প্রত্যাবর্তন করেছেন। সম্প্রতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলেছেন তিনি। সেখানে দুই ইনিংসে তিনি ৭ উইকেটও নিয়েছেন। এরপর থেকে তাঁকে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে পাঠানোর দাবি উঠছে। এই বিষয়ে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন যে, তাঁরা স্বামীর উপর নজর রাখছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join