৬০ বলের ৪৬ টা ডট! ৩৬০ দিন পর মাঠে নেমে আগুনে বোলিং শামির, তবে রইল একটি চিন্তা

Published on:

mohammed shami in ranji trophy

কলকাতাঃ ৩৬০ দিন পর মাঠে ফিরেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩-র বিশ্বকাপ ফাইনালে শেষবার খেলেছিলেন তিনি। তারপর থেকেই চোট, আর মাঠে দেখা যায়নি তাঁকে। তবে এবার প্রত্যাবর্তন হল তাঁর। আজ থেকে রঞ্জি ট্রফিতে খেলা শুরু শামির। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১০ ওভার বোলিংও করেছেন। আর এই ৬০ বলের মধ্যে ৪৬টি ডট বল ছিল। প্রথম স্পেলে ৪ ওভার ও দ্বিতীয় স্পেলে ৬ ওভার বল করেন শামি।

প্রথম স্পেলের ৪ ওভারে মাত্র ১০ রান দেন শামি। দ্বিতীয় স্পেলের ৬ ওভারে ১৮ রান খরচ করেছে। এই ১০ ওভারে একটি মেডেন ওভারও রয়েছে। দুই স্পেলে ১০ ওভারে মোট ৩৪ রান দিয়েছেন শামি। কোনও উইকেট পাননি তিনি। তবে ৩৬০ দিন পর মাঠে ফেরা টিম ইন্ডিয়ার এই পেসারকে আর আগের মতো ছন্দে দেখা যায়নি। ছন্দে না আসাটাও স্বাভাবিক। আর কিছু সময় দিতে হবে তাঁকে।

মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলানোর দাবি

এত কিছুর মধ্যেই শামি যে মাঠে ফিরেছে, তা দেখেই উচ্ছস্বিত ভারতীয় ক্রিকেট ভক্তরা। আর এরই মধ্যে শামিকে ভারতীয় দলে যুক্ত করার দাবি উঠেছে। আসলে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফে এই সিরিজের জন্য দলও ঘোষণা হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় ৫টি টেস্ট খেলবে ভারতীয় দল। তবে সেখানে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে ধারাভাষ্যকার তথা ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে। হর্ষ ভোগলে জানিয়েছেন, ‘রঞ্জি ট্রফিতে শামির প্রত্যাবর্তন সবার জন্য খুশির খবর। ও ঠিকঠাক তৈরি হলে তাঁকে অ্যাডিলেডের টেস্টে দলে নেওয়া উচিৎ।’

বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলবেন মহম্মদ শামি?

হর্ষ ভোগলের দাবি ঠিক হলেও শামি অ্যাডিলেড টেস্টের আগে ছন্দে ফিরতে পারবেন নাকি সেটা নিয়ে সন্দেহ হয়েছে। আসলে, প্রায় ১ বছর পর মাঠে নেমে বল করা বোলারের থেকে তাড়াতাড়ি রিকভার করাটাও আশা করা যায় না। এছাড়াও শামির অনেক বয়সও হয়েছে। তাই তাঁকে কিছু সময় দেওয়া উচিৎ। কিন্তু, শামি যদি বর্ডার গাভাস্কার ট্রফির অংশ হতে পারেন, তাহলে সেটা ভারতীয় দলের জন্য অতি উত্তম খবর হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥