কৌশিক দত্ত, কলকাতাঃ আগামী পরশু ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের মক্কা বলে পরিচিত কলকাতার ইডেন গার্ডেন্স অময়দানে। আর এই সিরিজ নিয়ে দুই দলের প্লেয়ারদের মধ্যেই প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মধ্যে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে বড় খবর প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে যে, ১৪ মাস পর চলে ফেরা শামি একঘণ্টা ধরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বোলিং করেছেন।
পায়ে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন মহম্মদ শামির
যদিও এক ঘণ্টা বল করলেও তাঁর বা পায়ের হাঁটুতে ব্যান্ডেজ বাধা দেখা গিয়েছে। টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মরকেলের তত্বাবধানেই পায়ে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন করেন মহম্মদ শামি। প্রথমে ছোটো রানআপ দিয়ে শুরু করলেও, পরে বড় রানআপে বল করেন তিনি। শামির ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে তিনি অভিষেক শর্মা, তিলক বর্মার মতো তরুণ ব্যাটারদের নিজের লেন্থ ও গতি দিয়ে বুঝিয়ে দেন যে, তিনি ফুরিয়ে যাননি।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন T20 সিরিজে টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন মহম্মদ শামি। ২০২৩-র বিশ্বকাপের ফাইনালের পর থেকে চোট সমস্যায় ভুগছিলেন তিনি। এরপর চোট সারিয়ে রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করেন শামি। একসময় আশা করা হচ্ছিল যে, তাঁকে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। তবে, BCCI সেই ঝুঁকি নেয়নি।
আরও পড়ুনঃ সিগন্যাল নেই? এবার যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন BSNL, Jio, Airtel-র গ্রাহকরা
উল্লেখ্য, শামির কাছে এই ইংল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়নস ট্রফিতেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন তিনি। বিসিসিআই থেকে ভারতীয় দলের সমর্থক ও টিম মেম্বার্স সকলেই চান যে শামি যেন ২০২৩-র বিশ্বকাপের মতোই বিধ্বংসী রূপ দেখান।
জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন চ্যাম্পিয়নস ট্রফিতে?
ওদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সবথেকে বড় চিন্তা হল জসপ্রীত বুমরাহ। BGT-তে একাই অস্ট্রেলিয়ার শিবিরে ধস নামানো বুমরাহ এখন চোটের কারণে মাঠের বাইরে। তবুও BCCI বুমরাহকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছে। এখন দেখার বিষয় এটাই যে, বুমরাহ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে মাঠে ফেরেন কি না।