বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি সিরিজের প্রথম দিনেই ইংল্যান্ডকে নাকানি-চোবানি খাইয়েছে ভারত। ইংলিশ ক্রিকেটারদের এহেন গলদঘর্ম অবস্থার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন ভারতের সুযোগ সন্ধানী বোলার। বুধবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে জস বাটলারদের এক হাতে নিয়ে জাত চিনিয়েছিলেন বরুণ চক্রবর্তীরা।
গতকালের মহারণে রবি বিষ্ণোই ছাড়া বাকি সব বোলারই উইকেট ভেঙেছেন। কাজেই আসন্ন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং অ্যাটাককে সামনে রেখে প্রথম একাদশে বদল আনতে পারে ভারত। যার জেরে জায়গা হারাতে পারেন রবি। মনে করা হচ্ছে, চেন্নাইয়ের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রবিকে সরিয়ে দলে ভিড় বাড়াতে পারেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ।
ইডেনে কাজে আসেনি বিষ্ণোইয়ের কব্জির জোর
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলরা। এদিন ভারতীয় বোলারদের চাপে পড়ে সম্ভাব্য অংশীদারিত্ব ভেঙেছে ইংলিশ বাহিনীর। তবে দলের বাকিরা সাফল্য পেলেও 4 ওভারের কোটায় 22 রান দিয়েও উইকেটের তালিকায় সংখ্যা যোগ করতে পারেননি টি-টোয়েন্টি দলে জায়গা হওয়া রবি বিষ্ণোই।
একাধারে বল করে কোনও সুযোগ তৈরি করতে পারেননি তিনি। যার জেরে ভারতীয় তরুণকে নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে বোট কর্তাদের কপালে। মনে করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচের আগেই বিষ্ণোইয়ের ব্যর্থতাকে সামনে রেখে তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। সেই পথ ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জায়গা হতে পারে প্রথম একাদশ থেকে ছিটকে যাওয়া শামির।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরছেন শামি
দীর্ঘ চোট কাটিয়ে টানা 1 বছরেরও বেশি সময় পর ভারতীয় দলে জায়গা হয়েছিল মহম্মদ শামির। সেই মতো চ্যাম্পিয়নস ট্রফির পাশাপশি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল তার। তবে ম্যাচ গড়ানোর আগেই টস প্রক্রিয়া চলাকালীন ভারতের প্রথম একাদশ থেকে শামিকে বাদ দেন সূর্যকুমার যাদব। আর এরপরই ভারতীয় পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। তবে বিশেষজ্ঞদের মত, খুব শীঘ্রই সেই জল্পনায় জল ঢালবে বোর্ড। মনে করা হচ্ছে, প্রথম টি-টোয়েন্টিতে রবির বিষ্ণোইয়ের অসফলতা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মহম্মদ শামির জায়গা পাকা করবে। কাজেই এই সম্ভাবনা যদি সত্যি হয় সেক্ষেত্রে 14 মাস পর ফের জাতীয় দলের হয়ে মাঠে নামবেন শামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।