ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই ১ নম্বর বোলার হয়ে উঠলেন মহম্মদ সিরাজ

Published:

Mohammed Siraj Achievement Highest Wicket Taker in 2025 test
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে জাদু দেখাচ্ছেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তাণ্ডব চালানোর পাশাপাশি দিল্লির দ্বিতীয় টেস্টেও পাল্লা দিয়ে উইকেট ভাঙছেন ভারতীয় তারকা (Mohammed Siraj Achievement)। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও ওয়েস্ট ইন্ডিজের ঘর ভেঙে দাপট দেখিয়েছেন তিনি। এদিন ক্যারিবিয়ান তারকা শাই হোপের উইকেট ভাঙতেই বড় কীর্তি গড়ে ফেলেন সিরাজ।

1 নম্বর বোলার হয়ে উঠলেন মহম্মদ সিরাজ!

এশিয়া কাপে তাঁকে জায়গা দেওয়া হয়নি। ইংল্যান্ড সিরিজে দুরন্ত ছন্দে থাকা সত্ত্বেও এশিয়া কাপের মতো বড় মঞ্চ থেকে বাদ পড়ায় মনে কিছুটা হলেও হতাশা জন্মেছিল সিরাজের। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠ দখল করেই নিজেকে প্রমাণ করছেন টিম ইন্ডিয়ার বড় সৈনিক। বলা বাহুল্য, চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট 10টি উইকেট ভেঙেছেন সিরাজ। আর সেই সূত্রেই এবার চলতি বছরের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়ে উঠলেন তিনি।

না বললেই নয়, চলতি বছর টেস্টে নিজের জাত চিনিয়ে এখনও পর্যন্ত মোট 37টি উইকেট ভেঙেছেন সিরাজ। সেই সূত্রেই তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবিনকে। জানিয়ে রাখা ভাল, এবছরের টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের এই ফার্স্ট বোলার মোট 36টি উইকেট ভেঙেছেন। কাজেই বলাই যায়, 2025 সালের অষ্টম টেস্টে এ বছরের 1 নম্বর উইকেট শিকারি সিরাজই।

 

অবশ্যই পড়ুন: ম্যাচের শেষ বল করে দলকে জিতিয়ে পিচেই মৃত্যু বোলারের! মর্মান্তিক ঘটনা ভারতীয় ক্রিকেটে

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ওপেনার জন ক্যাম্পবেল এবং শাই হোপের সেঞ্চুরিতে ইনিংসে হার এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ঘুরে দাঁড়ানোর লড়াই দেখে মনে হচ্ছিল হয়তো বিরাট লক্ষ্য বেঁধে ফেলবে তারা। তবে ভারতীয় বোলিং আক্রমণের সামনে একটা সময় গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এদিন মাত্র 40 রানের ব্যবধানে 6 উইকেট হারায় চেজের দল। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 9 উইকেট হারিয়ে 356 রানে এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join