বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে ফিরেছে ভারত। বৃহস্পতিবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলছে শুভমন গিলের টিম ইন্ডিয়া। আর সেই আসরেই প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দিয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর টেস্টের মঞ্চে পা রাখতেই নিজের ক্ষমতা জাহির করলেন সিরাজ। এদিন একার হাতে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর 4 উইকেট ভাঙেন তিনি। আর তাতেই গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কের রেকর্ড (Mohammed Siraj Breaks Starc Record)।
মিচেল স্টার্কের এই রেকর্ড ভাঙলেন সিরাজ
গতকাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের প্রথম দিনে তান্ডব চালিয়ে 4 উইকেট তোলেন সিরাজ। যার জেরে, 2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র অর্থাৎ 2025-27 সাইকেলে সর্বোচ্চ উইকেট শিকারিতে পরিণত হলেন সিরাজ। বলা বাহুল্য, কিছুদিন আগেও এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান পেসার স্টার্কের দখলে। না বললেই নয়, চলতি বছর টেস্ট ক্রিকেটে 31টি উইকেট ভেঙেছেন সিরাজ। অন্যদিকে অজি তারকার হাতে এসেছে দুই কম 29টি উইকেট।
বলাই বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলের হয়ে একের পর এক উইকেট ভেঙে সিরাজ যে সফলতা অর্জন করলেন তা তাঁর মুকুটে নতুন পালক জুড়ল। শুধু তাই নয়, অনেকেই মনে এতদিন যে ধারণাটা ধরে রেখেছিলেন অর্থাৎ জসপ্রীত বুমরাহই ভারতীয় পেস বিভাগের একমাত্র স্তম্ভ! সেটাই একেবারে গুঁড়িয়ে দিয়েছেন সিরাজ। ইংল্যান্ড সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বল হাতে তিনি বুঝিয়েছেন, ভারতীয় দলে তাঁর থাকাটা কতটা জরুরি।
অবশ্যই পড়ুন: ‘কখনই অপমান মেনে নেবে না ভারত’ মোদীকে সমর্থন করে ট্রাম্পকে বার্তা পুতিনের
উল্লেখ্য, 2020 সালের, 26 ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে টেস্টে অভিষেক হয় মহম্মদ সিরাজের। এরপর থেকেই নিজের জলবা দেখিয়ে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক হয়ে উঠেছেন তিনি। বলে রাখি, আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত 42টি ম্যাচ খেলে 127টি উইকেট ভেঙেছেন সিরাজ। যার মধ্যে পাঁচ বা তারও বেশি বার 5টি উইকেট নিয়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে সিরাজের উইকেটের সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলেই আশা করা যায়।