চোখে সর্ষের ফুল দেখিয়ে তুললেন ৪ উইকেট, সিরাজ ঝড়ে কাবু ওয়েস্ট ইন্ডিজ

Published:

Mohammed Siraj takes 4 wickets in India Vs West Indies Running Match
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার লাল বলের ক্রিকেটে আসর জমিয়েছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সুদূর ওয়েস্ট ইন্ডিজের ছেলেরা (India Vs West Indies)। শুভমন গিলের নেতৃত্বে চলতি টেস্ট সিরিজের প্রথম আসরে পা রেখেই তাণ্ডব চালাচ্ছে ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই উইকেটের বন্যা বইয়ে দিচ্ছে ভারতের বোলিং বিভাগ।

না বললেই নয়, এশিয়া কাপ থেকে বাদ পড়া তারকা পেসার মহম্মদ সিরাজ যেন ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ফিরে এসেছেন। আজ দশমীর দিন একার হাতে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে 4 উইকেট তুলেছেন তিনি। তাতেই বোঝা গিয়েছে সিরাজের ক্ষমতা কত খানি!

সিরাজ ঝড়ে কাবু ওয়েস্ট ইন্ডিজ

বৃহস্পতিবার, বহুদিন পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একে অপরের মুখ দেখেছে দুই চেনা প্রতিদ্বন্দ্বী ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং বিভাগের সামনে একেবারে ধরাশাহী অবস্থা হয়েছিল রস্টন চেজ বাহিনীর। টিম ইন্ডিয়ার বোলারদের জোরালো আক্রমণের সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে হয় ক্যারিবিয়ান ব্যাটাররা।

বলা বাহুল্য, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত একার হাতেই ওয়েস্ট ইন্ডিজ দলের 4 গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তাজেনারিন ব্র্যান্ডন চন্দরপল, অ্যালিক আথানাজে, ব্র্যান্ডন কিং এবং অধিনায়ক চেজের উইকেট ভাঙেন সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ এবং এশিয়া কাপ ফাইনালের নায়ক কুলদীপ যাদবও। আর তাতেই 130 রানের আগেই 6 উইকেটে নেমে আসে ওয়েস্ট ইন্ডিজ বাহিনী

অবশ্যই পড়ুন: গাজামুখী নৌকা থেকে প্রাক্তন পাকিস্তানি সাংসদ সহ ২০০ জনকে আটক করল ইজরায়েল

উল্লেখ্য, ভারতীয় বোলিং বিভাগের ভরসা যে একমাত্র জসপ্রীত বুমরাহ নন, ইংল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে আরও একবার বুঝিয়ে দিলেন ভারতীয় তারকা মহম্মদ সিরাজ। বিশেষজ্ঞদের মতে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শুরুতেই সিরাজের এমন দাপুটে বোলিং ভারতের যুদ্ধজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। তাছাড়াও আগামী নভেম্বরেই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের সিরিজ রয়েছে ভারতের। দুরন্ত বোলিং করে সেই আসরের জন্যও নিজের আসনটা পাকা করতে চাইছেন সিরাজ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join