বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক অনটনের কারণে বহু আগেই প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দেওয়ার কথা ভুলে গিয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন দল মহামেডান (Mohammedan SC)। তবে বর্তমানে কলকাতা ময়দানের দুই প্রধানের সাথে অন্তত ইন্ডিয়ান সুপার লিগে টিকে থাকার জন্য দরজায় দরজায় আর্থিক সাহায্য চেয়ে কোনওমতে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করে গেছিল সবুজ মেরুনদের প্রতিবেশী! কিন্তু আর কতদিন?
সূত্রের খবর, চারিদিকে যে টাকা বাকি হয়ে রয়েছে মহামেডানের, তাতে ইন্ডিয়ান সুপার লিগের সংগঠক এফএসডিএলের কাছে খারাপ ভাবমূর্তি তৈরি হয়েছে এই ঐতিহ্যবাহী দলের। বর্তমানে বেশির ভাগেরই ধারণা, এর আগে কোনও ক্লাবকে ঘিরে এমন আর্থিক অনিয়মের অভিযোগ ওঠেনি। তাও আবার ইন্ডিয়ান সুপার লিগের মতো পেশাদার টুর্নামেন্ট ঘিরে। সব মিলিয়ে, আর্থিক ক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রতিবেশীর যা অবস্থা তাতে আগামী মরসুমে অস্বাভাবিক কিছু না ঘটলে তাদের আর ISL খেলা হবে না।
ইন্ডিয়ান সুপার লিগের কঠোর নিয়ম
জানিয়ে রাখা ভাল, অর্থ সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়ান সুপার লিগের যে নিয়ম কানুন রয়েছে তা এবার কঠোরভাবে প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে মহামেডানের ক্ষেত্রে। কেননা, শতাব্দী প্রাচীন এই দলটির ওপর আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। ফলত, ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কোনও ISL দলকে নিয়ে এমন আর্থিক অনিয়মের অভিযোগ থাকলে বিশ্বের দরবারে খারাপ বার্তা যাবে। কাজেই আগামী দিনে মহামেডানের ওপর কড়া আর্থিক নিয়ম চাপাতে পারে ISL। যার জেরে কঠিন নিয়ম কানুনের বেড়াজালে আটকে নতুন করে আর ISL খেলার সাহস তো দূর, কোনও ভাবনাই মাথায় আনার সুযোগ পাবে না মহামেডান।
শেয়ার নিয়ে ঘোটালা
ইস্টবেঙ্গল মোহনবাগানের পর ইন্ডিয়ান সুপার লিগের যাত্রায় মহামেডানের পা পড়ায় খুশি হয়েছিলেন কলকাতার বহু ফুটবলপ্রেমী। তবে একসময়ের এই দাপুটে দলটিকে যে হঠাৎ করেই আর্থিক সমস্যায় পড়তে হবে সে কথা হয়তো প্রাথমিকভাবে ভেবে দেখেননি কেউই। অনেকেরই অভিযোগ, দলের ইনভেস্টার শ্রাচীই নাকি মহামেডান দলটাকে ডুবিয়ে দিয়ে গেছে। ইনভেস্টার কর্তারা জানাচ্ছেন, শর্ত মতো ক্লাবের কাছ থেকে কোনও রকম শেয়ার পাননি তাঁরা। এদিকে ক্লাব আবার জানাচ্ছে, সে অর্থে কোনও শর্তই ছিল না।
বেশ কয়েকটি রিপোর্ট বলছে, কাগজপত্র থাকলেও, বেশ কয়েকজন ভেন্ডার ও ফুটবলারের কাছে কোটি কোটি টাকা রেখে দিয়ে চলে গিয়েছিলেন শ্রাচী। ফলত, স্বাভাবিকভাবেই টাকার অভাবে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে গিয়ে বারংবার ধাক্কা খেতে হচ্ছে মহামেডানকে। শোনা যাচ্ছে, দলের কোচ ও ফুটবলারদের বেতন এতটাই বাকি যে তার জন্য ফিফা এবং ফেডারেশনে অতিরিক্ত জরিমানা হিসেবে 12 কোটি টাকার ক্ষতিপূরণ মেটাতে হচ্ছে মহামেডান কর্তাদের।
দ্বিধাগ্রস্ত কর্তারা
মূলত আর্থিক অনটনের কারণে অন্যান্য দলের মতো নিজেদের নিয়ে আহামরি কোনও স্বপ্ন দেখতে পারছে না সাদা কালো ব্রিগেড। তবে যা জানা যাচ্ছে, মহামেডান কর্তারা মূলত বেতন নিয়েই চিন্তায় আছেন। আগামী দিনে দলের ভবিষ্যৎ কী হবে? আদৌ আসন্ন সিজন থেকে ISL খেলতে পারবেন কিনা, সেসব নিয়ে কোনও উত্তর নেই সাদা কালো কর্তাদের কাছে। সূত্রের খবর, মহামেডানের আর্থিক পরিস্থিতি যা তাতে এই মুহূর্তে আর নতুন করে ইন্ডিয়ান সুপার লিগের স্বপ্ন দেখতে চাইছেন না ক্লাব কর্তারা।
অবশ্যই পড়ুন: ছেড়ে দিয়ে ভুল করেছে KKR! IPL-এ প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাস গড়ে জবাব দিলেন আইয়ার
তাছাড়াও আর্থিক অনিয়মের কারণে ক্লাবের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে তাতে নতুন করে কোনও ফুটবলার দলে যোগ দেবেন কিনা সে বিষয়েও রয়েছে সংশয়। কিন্তু এ প্রসঙ্গে ফেডারেশন কী বলছে? গুটিকয়েক সূত্র অনুযায়ী, মহামেডান আদৌ আগামী মরসুমে খেলতে পারবে কিনা তার স্পষ্ট কোনও উত্তর নেই ফেডারেশনের কাছেও। এদিকে ক্লাব কর্তারাও নাকি আগামী মরসুমে দল নামানো নিয়ে খুব একটা চিন্তিত নন। সব মিলিয়ে বলাই যায়, শহরের দুই চেনা প্রতিবেশী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দল গঠনের আবহে শতাব্দি প্রাচীন মহামেডানের আর্থিক দশাই তাদের পথ চলায় প্রধান কাঁটা হয়ে দাঁড়াল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |