ছুটিতে ফুটবলাররা, বেতনও বাকি! IFA শিল্ড না খেলার সিদ্ধান্ত নিল মহামেডান

Published:

Mohammedan SC Will not play in IFA shield

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে আসন্ন অক্টোবরেই শুরু হচ্ছে IFA শিল্ড। সেই মতোই, একে একে টুর্নামেন্টে নাম লেখাবে দলগুলি। ঠিক সেই আবহে, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ইস্ট, মোহনের প্রতিবেশী মহামেডান (Mohammedan SC)। শুক্রবার, IFA-কে চিঠি দিয়ে কলকাতা ময়দানের এই প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। কিন্তু কেন?

কেন IFA শিল্ড খেলবে না মহামেডান?

শেষবারের মতো, 2014 সালে শিল্ডে খেলতে নেমেছিল মহামেডান। আশা ছিল, এবার হয়তো মোহনবাগান, ইস্টবেঙ্গলের সাথেই প্রতিযোগিতাটিতে আসর জমাবে তারা। কিন্তু তেমনটা হচ্ছে না। গতকাল, IFA কে পাঠানো চিঠিতে ইস্টবেঙ্গল প্রতিবেশী জানিয়েছে, 8 অক্টোবর থেকে শিল্ড শুরু হবে। এদিকে আগামী 14 অক্টোবর পর্যন্ত তাদের ফুটবলাররা ছুটিতে রয়েছেন। কাজেই, এই মুহূর্তে ফুটবলারদের ফিরিয়ে এনে তড়িঘড়ি টুর্নামেন্টের জন্য অনুশীলন সম্ভব নয়। তাই এবছর শিল্ড খেলতে পারবে না তারা।

IFA শিল্ডে অংশগ্রহণ না করার বিষয় সাদা-কালো ব্রিগেডের এক কর্তা জানিয়েছেন, আমরা আমাদের ফুটবলারদের 14 অক্টোবর পর্যন্ত ছুটি দিয়েছি। সেই মতোই তাদের বিমানের টিকিটও দেওয়া হয়েছে। এখন হুট করে তাদের ডেকে পাঠানো সম্ভব নয়। তাছাড়াও অনুশীলন করে ম্যাচের জন্য তৈরি হওয়াটাও সময় সাপেক্ষ ব্যাপার। সূত্রের খবর, মহামেডান দলের প্লেয়ার থেকে শুরু করে সাপোর্টিং স্টাফদের বেতন এখনও বকেয়া। ফলে, খেলোয়াড়দের শিল্ডে খেলার জন্য চাপ দিতে পারছেন না সাদা-কালোর কর্তারা।

অবশ্যই পড়ুন: ‘এরপরেও জিতেছি বলছেন!’ পাক প্রধানমন্ত্রীকে যোগ্য জবাব দেওয়া কে এই পেটাল গেহলট?

প্রসঙ্গত, মহামেডানের আগেই IFA শিল্ড খেলতে না করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এদিকে আসন্ন টুর্নামেন্টটিতে মোহনবাগানকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন উদ্যোক্তারা। কারণ, শিল্ডে যোগ দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি সবুজ মেরুন শিবির। যদিও শিল্ড খেলতে এক পায়ে রাজি ইস্টবেঙ্গল। সেই মতোই, IFA কে জানিয়ে

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥