বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে 3-0 করে এশিয়া কাপ জিতেছিল ভারত। তবে নির্লজ্জতার চরম সীমায় গিয়ে আজও টিম ইন্ডিয়ার প্রাপ্য ট্রফি ফিরিয়ে দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি! যা নিয়ে গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক। এহেন পরিস্থিতিতে, এবার ভারতীয় ক্রিকেটারদের জঙ্গি বলে সম্মোধন করলেন নকভি ঘনিষ্ঠ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি (Mohsin Naqvi Aide To Team India)। তাঁর কথায়, ‘এশিয়া কাপের পর জঙ্গি সামলানোর মতো করেই ভারতীয় ক্রিকেটারদের সামলে ছিলেন নকভি!’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নকভি ঘনিষ্ঠর ভিডিও
এশিয়া কাপ শেষ হয়েছে আজ প্রায় একমাস। এদিকে এখনও পর্যন্ত নিজেদের হকের ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। ভারতের এশিয়া কাপ ট্রফি নিজের কাছে রেখে ফের ভদ্রতার মুখোশ ছিড়ে ফেলেছেন নকভি। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ PCB প্রধানকে ট্রফি ফেরত চেয়ে ইমেল করা হয়েছে। তাতে কাজের কাজ হয়নি। এহেন আবহে ভারতীয় ক্রিকেটারদের জঙ্গি সম্মোধন ভারত-পাক এশিয়া কাপ পরবর্তী দ্বন্দ্বে নতুন মাত্রা জুড়ল!
সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে এক ব্যক্তিকে নকভির পাশে দাঁড়িয়ে বিস্ফোরক সব মন্তব্য করতে শোনা গিয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ভারতীয় ক্রিকেটারদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘নকভি মাঠে দাঁড়িয়েছিলেন। এদিকে ভারতীয় দল নিজেরাই সিদ্ধান্ত নেয় তারা ট্রফি নেবে না। তারপরেও শান্তভাবে তাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের পিসিবি প্রধান। ওরা ঠিক করেছিল, ইনি চলে গেলে অন্য কারোর কাছ থেকে ট্রফি নেবে। কিন্তু তারা জানে না, আমাদের চেয়ারম্যান তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় দলকে একেবারে জঙ্গিদের মতো করেই সামলেছেন তিনি। ট্রফি নিয়ে সোজা চলে এসেছেন। এখন দেখুন, গোটা ভারত ট্রফির পেছনে ছুটে বেড়াচ্ছে!’ এদিন অনুগামীর কথা শুনে পাশে দাঁড়িয়ে মুচকি হেসে তাতে সমর্থন করেছিলেন নকভিকও!
অবশ্যই পড়ুন: বাদ বিশ্বজয়ী ক্রিকেটার! ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে বড় বদল অস্ট্রেলিয়ায়
উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল ভারতীয় দলকে এশিয়া কাপ ট্রফি না দিয়ে দুবাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে সেটি লুকিয়ে রেখেছেন নকভি। এই খবরের কিছুদিনের মধ্যেই টিম ইন্ডিয়াকে তাদের ট্রফি ফিরিয়ে দিতে নাকি রাজি হয়ে যান ACC চেয়ারম্যান। তবে তাঁর শর্ত ছিল, ‘নভেম্বরে একটি অনুষ্ঠান হওয়া উচিত, সেখানেই ভারতীয় দলের যে কোনও একজন ক্রিকেটারকে এসে আমাদের কাছ থেকে ওই ট্রফি নিয়ে যেতে হবে।’












