রউফদের ভারতবিদ্বেষী উদযাপনের পর এবার মহসিন নকভিও! PCB প্রধানের পোস্ট ঘিরে বিতর্ক

Published on:

Mohsin Naqvi Controversial Post India Vs Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরিবারের ছোটদের পর এবার বিতর্কে জড়ালেন অভিভাবকও! চলতি এশিয়া কাপে দুবার ভারতের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে পাকিস্তান। তবে পরাজয়ের পাশাপাশি কঠিন বিতর্কেরও জন্ম দিয়েছেন পাক ক্রিকেটাররা। আসলে, এশিয়া কাপের মঞ্চে ভারতবিদ্বেষী উদযাপন করে নিজেদের আসল পরিচয়টা সকলের সামনে তুলে ধরেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও পাক পেসার হ্যারিস রউফ। যা নিয়ে ইতিমধ্যেই ICC-র কাছে অভিযোগ দায়ের করেছে BCCI। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বিতর্ক বাড়ালেন PCB প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিও (Mohsin Naqvi Controversial Post)।

নকভির বিতর্কিত পোস্ট

সম্প্রতি এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে সাফল্য উদযাপন করতে গিয়ে ইশারায় যুদ্ধবিমান ভেঙে পড়ার ইঙ্গিত দেন পাক পেসার রউফ। শুধু তাই নয়, এরপর হাতের ছয় আঙুল দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, পাকিস্তান যে দাবি করেছে অর্থাৎ পাক সেনাবাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপতিত করেছে! এবার কার্যত সেই কর্মকাণ্ডের সমর্থনেই সোশ্যাল মিডিয়ায় পর্তুগালের নায়ক ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি সেলিব্রেশনের ছবি শেয়ার করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি।

PCB প্রধানের ওই শেয়ার করা পোস্টটিতে দেখা যায়, খুব সম্ভবত এক ফুটবল ম্যাচে গোল করার পর সেলিব্রেশন করতে গিয়ে হাত দিয়ে বিমান আকাশে উড়ে যাওয়ার ইশারা করছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। PCB প্রধান ওরফে পাক মন্ত্রীর এমন পোস্ট ঘিরে বেজায় ক্ষুব্ধ নেট নাগরিকরা। তাদের একটা বড় অংশের দাবি, ভারতবিদ্বেষী আচরণ করেও তা গলা ফাটিয়ে বলছেন নকভি। পাকিস্তানি ক্রিকেটারের কর্মকাণ্ডকে সমর্থন করছেন তিনি।

শুধু তাই নয়, নকভির এমন পোষ্টের পর একটা বড় অংশের নেট নাগরিক আগামী 2 বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও ইতিমধ্যেই, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে BCCI। সূত্রের খবর, খুব শীঘ্রই গোটা ঘটনার শুনানি শুরু করতে পারে ICC। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলে হাজিরা দিতে পারে দুই পাক ক্রিকেটারকে।

 

অবশ্যই পড়ুন: ট্রেন থেকেও করা যাবে মিসাইল হানা! রেল-ভিত্তিক লঞ্চার থেকে অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ

উল্লেখ্য, ভারতের কাছে একের পর এক ম্যাচ হেরেও ফাইনালে ফের সূর্যকুমার যাদবদের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের। সে ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে আজকের ম্যাচ তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে নিজেদের সাধ্যমত চেষ্টা করে জিততে পারলে এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে সলমান আলি আঘাদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥