ওনার হাত থেকে না নিলে ট্রফি দেবেন না! এশিয়া কাপ ফেরানো নিয়ে শর্ত মহসিন নকভির

Published:

Mohsin Naqvi On Asia Cup Trophy
Follow

কৌশিক দত্ত, কলকাতাঃ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি নিজেদের নামে করেছেন টিম ইন্ডিয়া। তবে ভারতীয় প্লেয়াররা এশিয়া কাপের ট্রফি, মেডেল কিছুই পান নি! কারণ সূর্যকুমার যাদবরা পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চীফ মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে ট্রফি, মেডেল নিতে অস্বীকার করেছিলেন। আর এরপরেই নাকি নকভি ট্রফি নিয়ে চলে যান। আর এই কারণে সূর্যকুমার যাদবদের ট্রফি ছাড়াই ভারতে ফিরতে হয়েছে।

ট্রফি ফেরাতে বড় শর্ত রাখলেন মহসিন নকভি ট্রফি

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, মহসিন নকভি ট্রফি, মেডেল ফেরাবেন বলে জানিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর জন্য রেখেছেন বড় শর্ত। রিপোর্ট মোতাবেক, নকভি নাকি জানিয়েছেন ট্রফি আর মেডেল তখনই ফেরানো হবে, যখন অফিসিয়ালি অনুষ্ঠান রাখা হবে আর তিনি নিজের হাতে প্লেয়ারদের ট্রফি দেবেন। তবে দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে এমন হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে।

আরও পড়ুনঃ ‘মুর্শিদাবাদে মহম্মদ ইউনূস মডেল!’ মণ্ডপে আজানের সময়সূচি দেখে মমতাকে তুলোধোনা শুভেন্দুর

বড় পদক্ষেপ নেবে বিসিসিআই

এই গোটা ঘটনায় BCCI সচিব দেবজিত সাইকিয়া ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে, আমরা ACC চেয়ারম্যানের থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ তিনি পাকিস্তানের প্রধান নেতাদের মধ্যে একজন। কিন্তু তার মানে এই নয় যে তিনি ট্রফি নিজের সাথে নিয়ে চলে যাবেন। সাইকিয়া আরও জানিয়েছেন যে, আমরা এই বিষয়টি ICC-র সামনে তুলব। নভেম্বরে শুরুতে দুবাইতে হতে চলা ICC সম্মেলনে আমরা এই কীর্তির বিরুদ্ধে কড়া মনোভাব দায়ের করব। আমরা আশা করছি যে, খুব তাড়াতাড়ি ভারতের হাতে ট্রফি আসবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join