কৌশিক দত্ত, কলকাতাঃ এশিয়া কাপের ট্রফি (Asia Cup 2025 Trophy) চুরি বিতর্ক এখন শেষের দিকে। তবে ফাইনাল দুই দিন আগে হয়ে গেলেও এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত এখনও অবধি ট্রফি হাতে পায়নি। রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এশিয়া কাপের ট্রফি না দেওয়ায় BCCI-র তরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে PCB চেয়ারম্যান মহসিন নকভিকে তিরস্কার করা হয়েছে। এমনকি নকভি নাকি তার কৃত্যকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। আর এখন শোনা যাচ্ছে যে, মহসিন নকভি তার হেফাজতে রাখা এশিয়া কাপের ট্রফি নাকি UAE ক্রিকেট বোর্ডের কাছে তুলে দিয়েছেন।
ট্রফি ফেরত দিলেন মহসিন নকভি
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ACC ও PCB চেয়ারম্যান মহসিন নকভি আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের হাতে এশিয়া কাপ ২০২৫ এর ট্রফি তুলে দিয়েছেন। শোনা যাচ্ছে যে, UAE-র ক্রিকেট বোর্ড শীঘ্রই সেই ট্রফি বিসিসিআইয়ের হাতে তুলে দেবে।
ACC-র বৈঠকে মহসিন নকভিকে তিরস্কার BCCI-র
মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, গতকাল মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্ল মহসিন নকভিকে তিরস্কার করেছেন। BCCI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, টিম ইন্ডিয়া এশিয়া কাপ জিতেছে, আর শুধু তাঁরাই এই ট্রফির হকদার।
After BCCI strong posture and threat, PCB and ACC Chief Mohsin Naqvi RETURNS Asia Cup trophy just before flying back to Lahore.
‘The trophy has been handed over to the UAE Board’ pic.twitter.com/uEYw5xjzx4
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 1, 2025
আসলে গত রবিবার ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচে সলমান আঘাদের হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা দখল করে টিম ইন্ডিয়া। আর ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, টিম ইন্ডিয়ার প্লেয়াররা মহসিন নকভি ছাড়া অন্য কারও হাতে ট্রফি ও মেডেল নিতে প্রস্তুত। যদিও নকভি এই অপমানের বদলা হিসেবে নিজে ট্রফি সঙ্গে করে নিয়ে হোটেলে চলে যান। আর এরপর থেকে বিতর্ক আরও বেড়ে যায়।