BCCI-র ভয়ে ICC-র বৈঠকে নেই নকভি! কবে এশিয়া কাপের ট্রফি আসবে ভারতে?

Published:

Mohsin Naqvi Skip ICC Meeting he may afraid to BCCI because of some reasons
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শেষ হয়েছে আজ এক মাসেরও বেশি। তা সত্ত্বেও ভারতীয় দলের হাতে আসেনি, প্রাপ্য ট্রফিটি। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি এ নিয়ে মুখ খুলে BCCI সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, ‘ট্রফি ভারতীয় দলের কাছে আসবেই। কবে আসবে সেটা বলাটা কঠিন তবে আসবেই।’ শোনা গিয়েছিল, দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকেই এশিয়া কাপ ট্রফির বিষয়টি তুলবেন BCCI কর্তারা। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ICC র এই বৈঠকে নাকি উপস্থিত থাকবেন না ACC চেয়ারম্যান ওরফে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi Skip ICC Meeting)। প্রশ্ন উঠছে, তাহলে কি ভয় পাচ্ছেন নকভি?

ভয় পাচ্ছেন PCB প্রধান?

গত এশিয়া কাপে মোট তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই তিন আসরেই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। শেষবারের মতো ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফির জন্য অপেক্ষা করছিলেন সূর্যকুমার যাদবেরা। আশা ছিল মহসিন নকভির বদলে হয়তো অন্য কারও হাত থেকে ট্রফিটা পাওয়া যাবে। কিন্তু তেমনটা হল না। শেষ পর্যন্ত বগলদাবা করে ট্রফি নিয়ে চলে গেলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। পরবর্তীতে ভারতের তরফে ট্রফি চেয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও তার কোনও সদুত্তর পাওয়া যায়নি।

এদিকে, বেশ কয়েকটি সূত্র দাবি করেছিল নকভি নাকি চলতি নভেম্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলের যেকোনও একজনের হাতে ট্রফিটি তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। যদিও সেইসব বিষয়কে দূরে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করেছিল ICC র বৈঠকে এশিয়া কাপ ট্রফি নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওরফে ACC চেয়ারম্যান নকভির কর্মকান্ডের কথা জানাবেন। সেখানেই হয়তো কঠোর পদক্ষেপ নিতে পারে BCCI, এমনটাও ধরে নেওয়া হয়েছিল। ঠিক সেই আবহে শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চার দিনের বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না নকভি।

বলাই বাহুল্য, গত 4 নভেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চার দিনব্যাপী বৈঠক, চলবে আগামী 7 নভেম্বর পর্যন্ত। এরই মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ঠিক করেছে, ওই বৈঠকে নকভির বদলে উপস্থিত থাকবেন প্রধান পরিচালন কর্মকর্তা সুমার সাঈদ। পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকবার নকভিকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে! তবে তিনি সেই বৈঠকে যোগ দিবেন কিনা তা নিশ্চিত নয়। আর এখানেই প্রশ্ন উঠছে, ট্রফি আটকে রেখে এবার কি ভারতীয় ক্রিকেট বোর্ডের কঠোর পদক্ষেপের ভয়ে গুটিয়ে রয়েছেন নকভি? উত্তর আপাতত অধরা।

অবশ্যই পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন মোহনবাগান তারকা মনবীর সিং

শীঘ্রই এশিয়া কাপের ট্রফি আসবে ভারতে

News 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই ভারতীয় দল তাদের প্রাপ্য ট্রফি ফিরে পাবে। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনও নিয়ম নেই যেখানে কোনও কাউন্সিলের প্রধান দীর্ঘদিন ধরে একটি দলের প্রাপ্য ট্রফি আটকে রাখতে পারেন। কাজেই, ভারতীয় ক্রিকেট বোর্ড বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ট্রফির বিষয়টি উত্থাপন করলে তার কোনও সঠিক উত্তর দিতে পারবেন না মহসিন নকভির প্রতিনিধি। সেক্ষেত্রে হিসেব বলে, ICC নকভিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি দ্রুত ভারতীয় দলকে তাদের প্রাপ্য এশিয়া কাপ ট্রফি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join