নভেম্বরে এই এক শর্তেই ভারতের ট্রফি ফিরিয়ে দেবেন নকভি

Published:

Mohsin Naqvi To Return Trophy To Team India In just one condition
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে পাকিস্তানকে তিন-শূন্যতে হারিয়েছিল ভারত। ফাইনালের মঞ্চে পাক দুর্গ উড়িয়ে ট্রফি কাঁধে তোলার কথা ছিল সূর্যকুমার যাদবের। কিন্তু সেটা হয়নি। এশিয়া কাপ ট্রফি নিয়ে পগারপার হয়ে যান মহসিন নকভি! সেই ঘটনা আজ প্রায় একমাস হতে চলল। এখনও পর্যন্ত প্রাপ্য ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। তবে এবার শোনা যাচ্ছে, ভারতীয় দলকে তাদের হকের ট্রফি দিতে রাজি হয়ে গিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভি (Mohsin Naqvi To Return Trophy)। তবে তার আগে BCCI কে একটি বিশেষ শর্ত বেঁধে দিয়েছেন তিনি।

এক শর্তেই ভারতকে ট্রফি দেবেন নকভি

জাগরনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান নকভি ভারতীয় দলের হাতে তাদের প্রাপ্য এশিয়া কাপের ট্রফি তুলে দিতে রাজি হয়ে গিয়েছেন। তবে একটি শর্ত দিয়েছেন তিনি। পাকিস্তানি নকভি নাকি বলেছেন, আগামী নভেম্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলের যে কোনও একজন খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেওয়া যেতে পারে।

পাকিস্তানের সাংবাদিক ফয়াজন লাখানির দাবি, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি নকভিকে ভারতীয় দলের হকের ট্রফি ফিরিয়ে দিতে বলেছিল। তারপরই আসন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠানের আয়োজন করে এশিয়া কাপের ট্রফিটি ভারতীয় প্লেয়ারকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’ ওই পাকিস্তানি সাংবাদিক লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আবার মহসিন নকভির কাছে ট্রফি দাবি করেছে। তারপরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলর প্রধান বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠান হওয়া উচিত। সেখানেই ভারতকে ট্রফি তুলে দেওয়া হবে।’

অবশ্যই পড়ুন: ভারী বৃষ্টির কবলে চেন্নাই, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ! ঘূর্ণিঝড়ের সতর্কতা IMD-র

উল্লেখ্য, গত 28 সেপ্টেম্বর, তিলক বর্মার লড়াইকে সাক্ষী রেখে রিঙ্কু সিংয়ের বাউন্ডারির দৌলতে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারত। পশ্চিমের দেশের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওরফে PCB প্রধানের হাত থেকে ট্রফি নিতে চায়নি সূর্যের দল। আর এরপরই সেই ট্রফি বগলদাবা করে নিয়ে যান নকভি। বিশ্ব ক্রিকেটে কোনও দলের হকের পুরস্কার বা ট্রফি কেউ আটকে রাখার মতো নির্লজ্জতা দেখাতে পারে সেটা বোধহয় পাকিস্তানকে না দেখলে বোঝার উপায় ছিল না বলেই মনে করছেন সিংহভাগই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join