ট্রফি চুরি কাণ্ডে দুবাইয়ে হতে পারে FIR, গ্রেফতার হবেন নকভি? ভারতের কাছে চাইলেন ক্ষমা

Published:

Mohsin Naqvi To Team India He apologizes to Indian Cricket Team report
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু চরাই উতরাই পার করে অপরাজেয় থেকেই এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেছে ভারত। কিন্তু ট্রফি কই? গত রবিবার পাকিস্তানকে বধ করার পর দীর্ঘ 72 ঘন্টা কেটে গিয়েছে, তাও ভারতের হাতে ওঠেনি এশিয়া কাপের স্মারক। অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি ভারতের হকের ট্রফি নিয়ে রেখে দিয়েছেন। টিম ইন্ডিয়ার তরফে সূর্যকুমার যাদবদের প্রাপ্য ট্রফি ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও তাতে মোম গলেনি। এক কথায়, বিজয়ী দলের ট্রফি আটকে রেখে চরম নির্লজ্জতার পরিচয় দিচ্ছেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান। মূলত সে কারণেই এবার নকভির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা ভাবছে BCCI।

নকভির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে BCCI?

News 18 এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের এশিয়া কাপ ট্রফি আটকে রাখার দায়ে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভির বিরুদ্ধে পুলিশি মামলা দায়ের করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় নকভির এশিয়া কাপ ট্রফি হস্তান্তর না করার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তাতে ভারত ছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিরাও প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলাননি ACC চেয়ারম্যান। যার কারণে, এবার নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড কঠোর ব্যবস্থা নিতে চলেছে। সূত্রের খবর, ভারতীয় দলের ট্রফি জোর করে আটকে রাখার অপরাধে, খুব শীঘ্রই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে পারে BCCI।

গ্রেফতার হবেন নকভি?

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সদ্য শেষ হওয়া এশিয়া কাপের জয়ী দল ভারতের ট্রফি আটকে দেখে মহসিন নকভি শুধুই স্পোর্টসম্যান স্পিরিটকেই লঙ্ঘন করেননি, সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ভাবমূর্তিও নষ্ট করেছেন। আসলে ফাইনালের 72 ঘন্টা সময় অতিক্রম করার পরও সূর্যকুমার যাদবদের উদ্দেশ্যে ট্রফি পাঠাননি PCB প্রধান। বরং অভিযোগ ওঠে, তিনি নাকি ভারতের হকের ট্রফি চুরি করে পাকিস্তানে পাঠানোর চেষ্টা করছেন। রিপোর্ট বলছে, ট্রফি হাতে না পাওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এবার পুলিশের কাছে নকভির বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন, সেক্ষেত্রে ACC চেয়ারম্যানের গ্রেফতারিতে বেশি সময় লাগবে না।

অবশ্যই পড়ুন: কাজ সহ ২০ লক্ষ কর্মীর বেতন বন্ধ! শাটডাউনে কী কী প্রভাব পড়বে আমেরিকায়?

উল্লেখ্য, এশিয়া কাপের মঞ্চে মাথার ঘাম পায়ে ফেলে ফাইনাল জিতেছে ভারতের ছেলেরা। পরিশ্রমের ফল অর্থাৎ পাওনা ট্রফি এখনও আসেনি ভারতের ঘরে। তা নিয়েই গত গতকাল অর্থাৎ মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে PCB প্রধান নকভিকে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানান, ভারতীয় দলের ট্রফি ফিরিয়ে দেওয়া হবে। যদিও সে ক্ষেত্রে শর্ত বেঁধে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান। পাকিস্তানি নকভির কথায়, এশিয়া কাপের ট্রফি অবশ্যই ভারতকে দেওয়া হবে। তবে সেটা নিতে হলে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে ACC-র অফিসে আসতে হবে। এক কথায়, নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরলেন না নকভি। জাগরনের রিপোর্ট বলছে, ACC সভা নিয়ে আশীষ শেলারের প্রশ্নের মুখোমুখি হয়ে নাকি নিজের ভুল বুঝতে পেরে ভারতীয় দলের কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন নকভি (Mohsin Naqvi To Team India)। সেই সাথে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join