ম্যাচ জিতে মোহনবাগানের চিন্তা বাড়াল মুম্বই! ISL-এ কী অবস্থা ইস্টবেঙ্গলের?

Updated on:

eb-mb-mumbai

ওড়িশা এফসিকে হারিয়ে লিগ শিল্ড জয়ের দাবি আরও জোরদার করেছে মুম্বই সিটি এফসি। সোমবার সন্ধ্যায় ওড়িশার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে মুম্বই। ফলত দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের থেকে পয়েন্টের ব্যবধান আরও একটু বাড়িয়ে নিয়েছে তারা। তবে মোহনবাগানের লিগ শিল্ড জয়ের আশা এখনো শেষ হয়ে যায়নি।

সোমবার ওড়িশার বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। কিছুক্ষণ পরেই সমতায় ফেরে ওড়িশা। প্রতিপক্ষ দলের গোলকিপারের ভুল থেকে সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি অভিজ্ঞ ফুটবলার দিয়েগো মরিসিও। বিরতির আগে দুই দল ১-১ ব্যবধানে সমতায় ছিল। বিরতির পর স্কোরলাইন ২-১ করে ম্যাচে জিতে নেয় মুম্বই সিটি এফসি।

মোহনবাগানের চিন্তা বাড়িয়ে দিল মুম্বই এফসি

ওড়িশা এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে রইল মুম্বই সিটি এফসি। তাদের নামের পাশে এখন ৪৭ পয়েন্ট। মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে দ্বিতীয় স্থানে। অ্যান্টোনিও লোপেজ হাবাসের প্রশিক্ষণে থাকা দলের পয়েন্ট এখন ৪২। দুই দলের পয়েন্ট পার্থক্য পাঁচ। বাগান যদি পরপর দুটো ম্যাচে জিততে পারে তাহলে শিল্ড চলে আসবে কলকাতায়। মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ দুটো খুব ভাইটাল। প্রথমে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তারপর ঘরের মাঠে বাগান খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। শিল্ড জিততে হলে দুটো ম্যাচেই জিততে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে।

ISL-এ কী অবস্থা ইস্টবেঙ্গলের?

অবশিষ্ট ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে এফসিকেও। প্লে অফ যাওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। পরের ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে। পাঞ্জাবের বিরুদ্ধে হারলে চলবে না। সেই সঙ্গে লাল হলুদ ব্রিগেডকে তাকিয়ে থাকতে হবে চেন্নাইন এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচের দিকেও। ইস্টবেঙ্গলকে অবশ্যই জিততে হবে। পয়েন্ট খোয়াতে হবে চেন্নাইন এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেডকে। তবেই শেষ ছয়ের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল।

WhatsApp Community Join Now
সঙ্গে থাকুন ➥
X