বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগান ক্লাবের ছাদ টুটু বোস, এমনটাই দাবি বাগান পাগল সমর্থকদের। এবার সেই মহীরুহকেই মোহনবাগানের রত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে। সেই সাথেই মঙ্গলবার বার্ষিক পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে ক্লাব। এদিন কার্যকর কমিটির বৈঠক মিটতেই সবুজ মেরুনের নতুন সচিব সৃঞ্জয় বোসের তরফে ঘোষণা করা হয় মোহনবাগানের সেরা খেলোয়াড় সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম। যেই তালিকায় প্রথম সারিতে নাম এসেছে ভারতীয় ফুটবলের অতি পরিচিত খেলোয়াড়ের।
মোহনবাগানের সেরা ফুটবলার আপুইয়া
মঙ্গলবার কার্যকর কমিটির বৈঠক শেষে মোহনবাগানের তরফে বর্ষসেরা ফুটবলার সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সবুজ মেরুন সমর্থকরা। কেননা, এবছর মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিজোরাম থেকে আসা তরুণ অপুইয়া।
গত মরসুমে মাঝ মাঠে মোহনবাগানকে রাস্তা বাতলে দিয়েছিলেন তিনি। তাঁর কাঁধে ভর করে অনেকাংশেই অসাধ্য সাধন করেছিল বাগান। এবার মাঝ মাঠের সেই স্তম্ভকেই তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিল সবুজ মেরুন ক্লাব।
মোহনবাগানের উদীয়মান ফুটবলার
এ বছর মোহনবাগানের সেরা খেলোয়াড় হিসেবে আপুইয়ার নাম উঠলেও, সবুজ মেরুন শিবিরের উদীয়মান ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন বাগান অন্তপ্রাণ দীপেন্দু বিশ্বাস। আসলে গত মরসুম জুড়ে মোহনবাগানের রক্ষণকে একেবারে শক্ত হাতে ধরে রেখেছিলেন তিনি। যার কারণে বাগানের মান বাঁচিয়ে কোচ মোলিনার অন্যতম পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন এই দীপেন্দু। অবশেষে পাচ্ছেন পরিশ্রমের ফল।
মোহনবাগানের সেরা ফরোয়ার্ড
গত মরসুমে মোহনবাগানের হয়ে 11টি গোল করে নিজের জাত চিনিয়ে ছিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। মোহনবাগানের বহু যুদ্ধ জয়ের কারিগর তিনি। তাঁর দলে থাকাটা সবুজ মেরুনের জন্য কতটা প্রয়োজনীয়, তা বুঝতে বাকি নেই কারোরই। এবার সেই ম্যাকলারেনই পেতে চলেছেন সেরা ফরোয়ার্ডের পুরস্কার।
সেরা ক্রীড়া সাংবাদিক
গত মরসুমে মোহনবাগানের রক্ষাকারী ফুটবলারদের নাম ঘোষণা করার পাশাপাশি দুই সেরা ক্রীড়া সাংবাদিকের নাম প্রকাশ করেছে মোহনবাগান ক্লাব। জানিয়ে রাখি, নিজেদের কর্মগুণ দিবালোকে এনেছিলেন এই দুই দিগপাল। মূলত সেই কারণেই এবার মোহনবাগানের তরফে সেরা ক্রীড়া সাংবাদিকের স্বীকৃতি দেয়া হল এই দুই মরণোত্তর ব্যক্তিত্ব অরুণ সেনগুপ্ত, মানস ভট্টাচার্যকে।
Press Release.
Posted by Mohun Bagan on Tuesday, July 15, 2025
অবশ্যই পড়ুন: চাঁদের মাটি ছুঁয়ে সফল চন্দ্রযান-৩, ভারতের লক্ষ্য এখন শুক্র এবং মঙ্গল!
অন্যান্য পুরস্কার প্রাপকের নাম
মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশি গলা ফাটিয়ে সেরা সমর্থকের স্বীকৃতি পেয়েছেন রিপন মন্ডল। একইভাবে সেরা রেফারি হিসেবে নাম ঘোষণা হয়েছে মিলন দত্তের, সেরা ক্রীড়া সংগঠক হিসেবে স্বীকৃতি পেলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব অমল কুমার মৈত্র।
সেরা অ্যাথলিট, অর্চিতা ব্যানার্জি, সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন রণজ্যোৎ সিং খায়রা, জীবন কৃতির সম্মান পাচ্ছেন রাজু মুখোপাধ্যায়। এছাড়াও সেরা হকি প্লেয়ার হিসেবে নাম ঘোষণা হয়েছে অর্জুন শর্মার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |