বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকাল শ্রীনিধীকে 4 গোলের মালা পরিয়ে IFA শিল্ডের উদ্বোধনী ম্যাচ একেবারে রাঙিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ গোকুলাম কেরালাকে 5-1 গোলে উড়িয়ে শিল্ডের শুভ সূচনা করল, প্রতিবেশী মোহনবাগানও (Mohun Bagan Beats Gokulam Kerala)।
AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। যার ফলে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভ। তা থেকেই জন্ম নিয়েছিল বিতর্ক। তবে আজ সেই বিতর্ককে দূরে ঠেলেই জয় দিয়ে ভক্তদের মুখের হাসি চওড়া করল সবুজ মেরুন।
কিশোর ভারতীতে গোকুলামের নাভিশ্বাস তুলে দিয়েছে মোহনবাগান!
বৃহস্পতিবার, IFA শিল্ডে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ হিসেবে বিপরীতে রুখে দাঁড়িয়েছিল গোকুলাম। তবে প্রতিদ্বন্ধীর তোয়াক্কা না করেই কামাল দেখিয়েছে বাগানের ছেলেরা। না বললেই নয়, লিস্টন কোলাসো থেকে শুরু করে দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদরা জাতীয় দলে খেলতে গিয়েছেন। নেই দিপেন্দু বিশ্বাস, সুহেল ভাটেরাও। কিন্তু তা সত্ত্বেও আজ আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চেপে ধরেছিল মোহনবাগান।
অবশ্যই পড়ুন: ‘ভারতীয়’ বলায় লাগল না পাসপোর্ট! আফগান চেক পয়েন্টে তালিবানের আপ্যায়নের ভিডিও ভাইরাল
ম্যাচের একেবারে শুরু থেকেই গোকুলামের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন বাগানের ছেলেরা। সেই সূত্রেই 11 মিনিটের মাথায় আলবার্তো রদ্রিগেজ়ের পা থেকে প্রথম গোল উপহার পায় সবুজ মেরুন। আত্মবিশ্বাস বাড়ে বাকিদের। এরপরই প্রতিপক্ষকে আটকে রেখেই 27 মিনিটের খেলায় বাগানের সাফল্যে আরও একটি পালক জুড়ে দেন জেমি ম্যাকলারেন। গোকুলাম কিন্তু তখনও সর্বশক্তি দিয়ে মোহনবাগানকে আটকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতে কাজের কাজ হয়নি।
বাগানের দুই গোল নিয়েই শেষ হয়ে যায় প্রথমার্ধ। তবে দ্বিতিয়ার্ধ শুরু হতেই নিজেদের দিকে ম্যাচের মোড় ঘোরাতে একেবারে উঠে পড়ে লাগে গোকুলাম। সেই মতোই, চলে হাড়ভাঙা পরিশ্রম। তবে তাতে কাজ না হলেও আপুইয়ার আত্মঘাতী গোলে মুখের হাসি চওড়া হয় গোকুলামের ছেলেদের। এক গোল পেয়ে যায় প্রতিপক্ষ। তবে ভুলের মাসুল দিলেও কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করে মোহনবাগান। আর তাতে সফলও হয় তারা। ভুলবশত আত্মঘাতী গোলের পর 51 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগেজ। এরপর সবুজ মেরুনের জন্য 54 মিনিটে চতুর্থ গোল করেন রবসন। সেখানেই কিন্তু থেমে থাকেনি বাগান ব্রিগেড। প্রতিপক্ষকে জব্দ করতে 75 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং মোহনবাগানের পঞ্চম গোল করে জয় নিশ্চিত করেন অজি তারকা ম্যাকলারেন। এরপর আর কোনও পক্ষই গোল করতে পারেনি।