মোহনবাগানের বাকেট লিস্টে দুই প্লেয়ার, কবে হবে দলবদল?

Published:

Mohun Bagan coach Molina is looking for an alternative side-back footballer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL কাপ ক্লাবে তুলেই আপাতত দেশে ফিরেছেন কোচ হোসে মোলিনা। এক্ষুনি তাঁর ভারতে ফেরার সম্ভাবনা নেই। তবে যাওয়ার আগে, নতুন মরসুমের জন্য ম্যানেজমেন্টের হাতে প্লেয়ারদের লিস্ট তুলে দিয়ে গেছেন স্প্যানিশ কোচ। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বাগান (Mohun Bagan) কোচের তালিকায় বেশিরভাগই পুরনো খেলোয়াড়। কারণ, দলের সিংহভাগের সাথেই রয়েছে দীর্ঘমেয়াদী চুক্তি।

কাজেই, মোলিনার লিস্টে যে বিশেষ বদল হয়নি একথা বলাই যায়। তবে শোনা যাচ্ছে, কোচের তালিকা থেকে বাদ পড়েছেন গ্লেন মার্টিনেস। কারণটা অবশ্য একেবারে সহজ। তাঁর পজিশনে খেলার জন্য বাগানে একাধিক ফুটবলার রয়েছেন। তবে সূত্রে যা বলছে, আসন্ন মরসুমের আগে মোলিনা মূলত দলের জন্য বিকল্প দুই সাইড ব্যক খুঁজে রাখতে চাইছেন।

সুপার কাপের দায়িত্বে বাস্তব রায়

ইন্ডিয়ান সুপার লিগে ভারত সেরা হয়েই নিজের ক্ষমতা বুঝিয়েছেন স্প্যানিশ কোচ মোলিনা। সামনে সুপার কাপ, তবে সেখানে নিজেদের সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান। তাই আপাতত কোচ হিসেবে দায়িত্ব কিছুটা কমেছে মোলিনার। আর সেজন্যই দলকে যাবতীয় পরিকল্পনা বুঝিয়ে দেশে ফিরেছেন তিনি। সূত্র অনুযায়ী, আগামী মরসুমের আগে তাঁর ভারতে আসার সম্ভাবনা খুব একটা নেই।

জানা যাচ্ছে, মোলিনার অনুপস্থিতিতে সুপার কাপে বাগানের দায়িত্ব সামলাবেন সহকারি কোচ বাস্তব রায়। প্রতিপক্ষ আই লিগের চার্চিল ব্রাদার্স যেহেতু নাম প্রত্যাহার করেছে তাই মোহনবাগানকে খেলতে হবে একেবারে কোয়ার্টার ফাইনালে।

AFC চ্যাম্পিয়নস লিগে নজর

বেশ কয়েকটি সূত্র যা বলছে, সুপার কাপের পর এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুতে খেলার জন্য কোচ মোলিনা খুব সম্ভবত এ মরসুমের 7 বিদেশিকে রাখতে পারেন। সূত্র বলছে, নতুন বিদেশিদের দলে ভেড়ানোর জন্য ইতিমধ্যেই নাকি লাতিন আমেরিকান ফুটবলারদের এজেন্টের সাথে কথা শুরু হয়েছে মোহনবাগানের। জানা যাচ্ছে, মূলত বাগানের দুই পজিশনে বিকল্প ফুটবলার চেয়েছেন মোলিনা। খোঁজ নিয়ে জানা গেল, কোচ আপাতত দলের সাইড ব্যাকের বিকল্প খুঁজছেন।

শেষ বারের মতো ইন্ডিয়ান সুপার লিগে বাগানের সাইড ব্যাক সামাল দেন শুভাশিস বসু ও আশিস রাই। তবে দুই তারকা থাকলেও বিকল্প সাইড ব্যাক ছিল না। দীপেন্দু বিশ্বাস থাকলেও তিনি স্টপারে খেলতেই স্বাচ্ছন্দ বোধ করেন। তবে মোলিনা চাইছেন দলে এমন একজন সাইড ব্যাক আনা হোক, যিনি স্টপারেও নিজের ক্ষমতা দেখাতে পারবেন। এরই মধ্যে প্রশ্ন উঠছে শুভাশিসকে নিয়ে। বসু ভাল ফর্মে থাকলেও তাঁর আচরণে খুব একটা সন্তুষ্ট নন বাগান কর্তারা। বঙ্গ নায়কের বিরুদ্ধে রয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।

অবশ্যই পড়ুন: ভারতে বিরাট বিনিয়োগ করতে চলেছে Apple, চাকরি হবে ১০ লক্ষের! ব্যবসা শেষ চিনের?

শোনা যাচ্ছে, শুভাশিসের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাঁকে নতুন মরসুমে নেতার দায়িত্ব দেবে না বাগান। বদলে, টিম সিনিয়ারিটি ও দলে নিয়মিত খেলার কারণে 3 ক্যাপ্টেনের নীতিতে জায়গা পাকা হতে পারে বিশাল কাইথের। এছাড়াও স্বদেশী তারকা মনবীর সিং ও আরেক বিদেশিকে জায়গা দিতে পারে সবুজ মেরুন। সেই নাম ক্রমশ প্রকাশ্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join