বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ইন্ডিয়ান সুপার লিগে গোছানো ফুটবল খেলে লিগ শিল্ড নিশ্চিত করেছে হোসে মোলিনার দল(Mohun Bagan)। বর্তমানে সেই সাফল্য ভুলে, ISL কাপকে লক্ষ্য বানিয়ে সেমির মঞ্চে লড়াইয়ের জন্য একপ্রকার প্রস্তুত সবুজ মেরুন। এহেন আবহে বাগানের অন্যতম চিন্তার কারণ হয়ে উঠেছে ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ, প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে ঘরের মাঠ যুবভারতী, ময়দানের খারাপ দশায় মাথায় হাত পড়েছে বাগান কর্তাদের।
বেশ কয়েকটি সূত্র বলছে, বর্তমানে বাগানের হাতের নাগালে থাকা সব মাঠের সারফেশ অত্যন্ত খারাপ। যার কারণে খেলোয়াড়দের বড়সড় চোটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে, প্রধান মঞ্চ তো বটেই সেই সাথে স্টেডিয়াম সংলগ্ন দুটি ট্রেনিং গ্রাউন্ডের হাল বেহাল। এমতবস্থায় মাঠ নিয়ে কার্যত মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে বাগানের।
মাঠ পরিচর্যার সুযোগ নেই…
বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, সারা বছর ধরে মাঠে ট্রেনিং করানোর কারণে, নিয়মিত মাঠ পরিচর্যার সুযোগ পাননা কর্মীরা। ফলত, দিনের পর দিন একই অভ্যাসের কারণে বর্তমানে মাঠের অবস্থা একেবারে বেহাল।
সূত্রের খবর, এক নম্বর গ্রাউন্ডের গোলপোস্টের নিচের অংশের ঘাস উঠে এতটাই শক্ত হয়ে গিয়েছে যে, সেখানে একেবারেই ট্রেনিং করানো যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেল, মাঠের দুরবস্থার কারণে কোচ মোলিনা নাকি ইতিমধ্যেই কিপারদের ট্রেনিং করতে বারণ করেছেন। ফলত, এমন দুরবস্থার মাঝে সল্টলেক স্টেডিয়ামের মুখাপেক্ষী হয়েই থাকতে হচ্ছে বাগানকে!
মোটা টাকা খরচ করেও লাভের মুখ দেখতে পেল না বাগান
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, প্রায় 25 লক্ষ টাকা খরচ করে মোহনবাগান ক্লাবের হোম গ্রাউন্ড অর্থাৎ ঘরের মাঠ তৈরি করেছিল বাগান কর্তারা। প্র্যাকটিস থেকে শুরু করে ম্যাচের আগে খেলোয়াড়দের তৈরি করার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরি করে ফেলেছিলেন মোলিনা।
যার কারণে দীর্ঘ সময় ধরে ঘরের মাঠে অনুশীলন শানিয়ে বড় সাফল্য পেয়েছে বাগান। তবে বর্তমানে সেমির প্রাক্কালে মাঠের খারাপ অবস্থার কারণে সেখানে অনুশীলন থেকে বিরত থাকতে হচ্ছে মোহনবাগানের ছেলেদের।
বাগানের মাঠ হকির দখলে
দিমিদ্রি থেকে শুভাশিস বসুদের অনুশীলন ক্ষেত্র নাকি এখন হকির দলের দখলে। শোনা যাচ্ছে, মাঠের বেহাল দশার কারণে সেখানে বয়স ভিত্তিক দলের অনুশীলনের ভাবনা চিন্তা করা হচ্ছিল। এমতাবস্থায়, কানে এলো বড় খবর। জানা যাচ্ছে, বিগত 3 মাসেরও বেশি সময় ধরে মোহনবাগানের মাঠ হকির দখলে।
অবশ্যই পড়ুন: পরিণতি পেল ত্রিকোণ প্রেম! একই মন্ডপে দুই তরুণীকে বিয়ে করে বিরল নজির যুবকের
শোনা যাচ্ছে, ক্লাব কর্তাদের তরফে বারংবার চাপ দেওয়া সত্ত্বেও মাঠ ছেড়ে যেতে নারাজ হকি দল। ওয়াকিবহাল মহল মনে করছেন, কিছুটা এই কারণের জন্যই নিজেদের মাঠ ব্যবহার করতে পারছে না বাগান। সূত্রের খবর, চলতি বছরের মে মাস পর্যন্ত মোহনবাগান ক্লাবের মাঠ দখল করে রাখবে হকি দল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |