বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিষ্ক্রিয় হয়ে গেল সমস্ত জল্পনা। AFC চ্যাম্পিয়নস লিগের আগে ঘর গোছানোর আবহে পুরনো সঙ্গী টম অলড্রেডের সাথে চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান সুপার জায়েন্ট(Mohun Bagan)। গতকাল অর্থাৎ শনিবারই বাগানের চুক্তিপত্রে সই করেছেন এই স্কটিশ ফুটবলার।
টমকে নিয়ে চিন্তায় ছিল বাগান
গত ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে থেকেই জোড়া সাফল্য তুলে নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। শেষ পর্যন্ত কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে ব্যর্থতা দাগ কাটলেও এশীয় স্তরে সাফল্যের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে গঙ্গা পাড়ের দল। এমতাবস্থায়, নতুন মরসুমের আগেই তুখড় বিদেশি ডিফেন্ডার টমকে নিয়ে চিন্তায় ছিল বাগান।
সাম্প্রতিক সময়ে জল্পনা বেড়েছিল স্কটিশ ফুটবলারের দলত্যাগ নিয়ে। শোনা গিয়েছিল, খুব সম্ভবত নিজের দেশের কোনও ক্লাব অথবা ইংল্যান্ডের ক্লাবে খেলতে চান টম। তবে তিনি স্পষ্ট করেছিলেন, আশা সফল না হলে ভারতে শুধুমাত্র মোহনবাগানের হয়েই মাঠে নামতে চান তিনি। আর সেই সূত্রেই সম্পর্ক বাড়িয়ে শনিবার টমের সাথে চুক্তি দীর্ঘমেয়াদী করল কলকাতা ময়দানের এই প্রধান।
অবশ্যই পড়ুন: বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারল ভারত!
দল গুছিয়ে AFC-তে নামতে চাইছে বাগান
গত মরসুমে বাগান তারকা আলবার্তো রডরিগেজের সাথে জুটি বেঁধে 16টি ক্লিনশিট রেখেছিলেন টম। এছাড়াও নিজের অসামান্য ফুটবল দক্ষতা দিয়ে বাগান কর্তাদের নজর কেড়েছিলেন তিনি। যার কারণে ISL জয়ের পরই নাকি টমের সাথে চুক্তি বাড়াতে আগ্রহ দেখিয়েছিল সবুজ মেরুন।
শেষ পর্যন্ত, AFC চ্যাম্পিয়নস লিগের প্রাক্কালে তাবড় বিদেশিকে আরও এক বছরের জন্য সই করিয়ে নিজেদের রক্ষণভাগের চাদর আরও কিছুটা পুরু করল গোষ্ঠ পাল সরণীর এই ক্লাব। ওয়াকিবহাল মহল মনে করছে, টমের সাথে সম্পর্ক দীর্ঘায়িত হওয়ায় আসন্ন ম্যাচগুলিতেও সফল হবে বাগান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |