বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan) সাথে সম্পর্ক দীর্ঘায়িত হল দিমিত্রি পেত্রাতোসের। ফিফার দেশি ফুটবলার সইয়ে নিষেধাজ্ঞার মাঝে পুরনো বিদেশিদের সাথে চুক্তি বাড়াচ্ছে গঙ্গা পাড়ের ক্লাব। এবার সেই সূত্র ধরেই, স্কটিশ ফুটবলার টম অলড্রেডের পর বাগান শিবিরের স্টেনগান দিমিত্রির সাথে চুক্তি দীর্ঘায়িত করল সবুজ মেরুন।
পুরো বিদেশি ব্রিগেডই থাকছে বাগানে!
বাগানের বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, আসন্ন মরসুমের জন্য অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রির সাথে চুক্তি বাড়ানোর পাশাপাশি গত সিজনের গোটা বিদেশি ব্রিগেডকেই রেখে দিতে চাইছেন মোহনবাগান কর্তারা। এদিন অজি ফুটবলারের সাথে চুক্তি পাকা করার মাঝেই অন্যান্য বিদেশিদের দলে রেখে দেওয়ার আভাস দিয়েছে সবুজ মেরুন ক্লাব।
বহুবার বাগানের ত্রাতা হয়েছেন দিমিত্রি
বিগত মরসুমে মোহনবাগানের জার্সি গায়ে দিমিত্রির দাপুটে ফুটবল দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। যদিও শেষের দিকের ম্যাচগুলিতে নিয়মিত প্রথম সারিতে মাঠে রাখা হয়নি তাঁকে। যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা বিতর্ক। যদিও পরবর্তীতে অস্ট্রেলিয়ান ফুটবলারকে মাঠে নামিয়ে ভক্তদের মনের যন্ত্রণা কিছুটা কমিয়েছিল বাগান ম্যানেজমেন্ট।
বলা বাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগের যাত্রায় বহুবার দলের বিপদে উদ্ধারকারীর ভূমিকা নিয়েছিলেন এই অজি ফুটবলার। যদিও বারংবার অভিযোগ উঠেছে, শুধুমাত্র বিপদেই দিমিকে ব্যবহার করে গিয়েছেন কোচ মোলিনা। এবার সেই আদরের উদ্ধারকর্তাকে আগামী মরসুমের জন্যও দলে গুছিয়ে রাখল মোহনবাগান।
অবশ্যই পড়ুন: গুলিতে নয়, ডুবে মরবে পাকিস্তান! শো শো শব্দে ফুঁসছে চেনাব, ভয়ঙ্কর সিদ্ধান্ত ভারতের
উল্লেখ্য, মোহনবাগানের বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, টম, দিমির পাশাপাশি বাগান ব্রিগেডের প্রায় সব বিদেশি ফুটবলারকেই আসন্ন মরসুমের জন্য দলে রাখছে কলকাতা ময়দানের এই প্রধান।