বিক্রম ব্যানার্জী, কলকাতা: এসিএল 2 এর সেপাহান ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবেই বিদেশ সফর বাতিল করেছে সবুজ মেরুন। আর এরপর থেকেই সমর্থকদের ক্ষোভের শিকার হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। এতদিন ক্ষোভের আগুন সোশ্যাল মিডিয়ার পাতায় সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার তা প্রকাশ্য রাস্তায় নেমে এল।
ঝামেলা যে হতে পারে তার একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। তাই গতকাল, যুবভারতীতে মোহনবাগানের অনুশীলন ঘিরে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। তা সত্ত্বেও স্টেডিয়ামের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল বাগান সমর্থক। জানা যায়, মেরিনার্সদের বেশ কয়েকটি ফ্যান ক্লাব একসাথে মিলে এই বিক্ষোভ দেখিয়েছিল। যদিও পরবর্তীতে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছিল ঠিকই, তবে তাতে সমস্যা মেটেনি। অনুশীলন শেষ করে বেড়ানোর সময় বাগান ফুটবলারদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা (Mohun Bagan Fans Protest)। আর তাতেই ভক্তদের প্রশ্নের মুখে পড়তে হয় জেসন কামিংস, জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসকে।
সমর্থকদের সাথে বিতর্কে জড়ান দিমি
মঙ্গলবার, যুবভারতী থেকে অনুশীলন সেরে বেড়ানোর সময় সমর্থকদের চরম বিক্ষোভের মুখে পড়েছিল অজি ব্রিগেড। তাঁদের উদ্দেশ্যে সমর্থকদের প্রশ্ন ছিল, ‘কেন আপনারা ইরানে খেলতে গেলেন না? এর জন্য আমাদের ক্লাবের নাম খারাপ হচ্ছে।’ প্রথম থেকেই মাথা ঠান্ডা রেখে সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন ম্যাকলারেন এবং কামিংস। উত্তরে বাগানের দুই পরিচিত মুখ বলেন, ‘আমাদের দেশ ইরানে গিয়ে খেলার অনুমতি দেয় না। মূলত সে কারণেই AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচ খেলতে যাওয়া সম্ভব হয়নি।’
এদিন, বাগানের দুই অস্ট্রেলিয়ান তারকা সমর্থকদের সাথে একেবারে বিনয়ী সুরে কথা বললেও আচমকা মেজাজ বিগড়ে যায় দিমির। ঔদ্ধত্য দেখাতে শুরু করেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে তেড়ে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে অস্ট্রেলিয়ান ফুটবলার বুঝিয়ে দেন, যেটা হচ্ছে একেবারে ঠিক হচ্ছেনা! এতে তিনি একদমই সন্তুষ্ট হন। দিমি পছন্দের ফুটবলার হলেও দলের স্বার্থে তিনি কিছুই নন! তাই অস্ট্রেলিয়ান ফুটবলারের আকার ইঙ্গিতে আরও রেগে যান সমর্থকরা। তাঁরাও পাল্টা তেড়ে গিয়ে একের পর এক প্রশ্ন ছুড়তে শুরু করেন। যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
Mohun Bagan সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন Jason Cummings Dimitri Petratos ও Jamie Maclaren
Mohun Bagan সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন Jason Cummings Dimitri Petratos ও Jamie Maclaren
#MohunBagan #MBSG #AFCChampionsLeagueTwo #BeyondSports
Posted by Beyond Sports on Tuesday, October 7, 2025
অবশ্যই পড়ুন: গম্ভীরের কারণে বিরাট, রোহিত, অশ্বিনের অবসর! ভারতের কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
প্রসঙ্গত, মঙ্গলবার বাগানের অস্ট্রেলিয়ান ফুটবলারদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পরবর্তীতে সবুজ মেরুন ম্যানেজমেন্টের কাছে বেশ কয়েকটি স্পষ্ট দাবি রেখেছিলেন সমর্থকরা। তাঁদের প্রাথমিক বক্তব্য ছিল, ম্যানেজমেন্টকে যত দ্রুত সম্ভব তাঁদের সাথে আলোচনায় বসতে হবে। দ্বিতীয়ত, পরবর্তী সিজন থেকে ACL 2 ম্যাচ খেলতেই হবে মোহনবাগানকে। এছাড়াও মোহনবাগান যে আগামীতে সব ধরনের টুর্নামেন্ট খেলবে তারও নিশ্চয়তা দিতে হবে। যদিও সমর্থকদের এমন দাবির পরিপ্রেক্ষিতে বাগান ম্যানেজমেন্টের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।