বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 18 বছরের অপেক্ষা ঘুঁচেছে 18 নম্বর জার্সির হাত ধরে। না, খাতায় কলমে অধিনায়ক হয়তো বিরাট নন, তবে রজত পাতিদারের নেতৃত্বের মাঝেই প্রতি ম্যাচে নেতার কাজ করে গিয়েছেন কোহলি। গতকালের রাতটা ছিল তাঁরই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্ম লগ্ন থেকে IPL না জেতায় চোকার্স তকমা ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গায়ে, তবে মঙ্গলবার পাঞ্জাবকে গুঁড়িয়ে সেই অপবাদ মুছে ফেলেছে কোহলিদের RCB।
তবে বেঙ্গালুরুর ট্রফি জয়ের মাঝেই হঠাৎই প্রকট হয়ে উঠল ইস্টবেঙ্গলের (East Bengal) ব্যর্থতা! বিরাটদের বহু অপেক্ষিত সাফল্যের পরই লাল হলুদকে ঠুকতে শুরু করেছে মোহনবাগান জনতা। খোঁচা দিয়ে বলতে শোনা যায়, ইস্টবেঙ্গল! আর কবে? অনেকেই বলছেন, ইস্টবেঙ্গলের লাগাতার ব্যর্থতার পর সুযোগ খুঁজছিলেন সবুজ মেরুন ভক্তরা। গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল প্রথমবারের জন্য RCB-র দখলে যেতেই, হালকা করে মশাল বাহিনীকে শুনিয়ে দিলেন বাগানের সমর্থকরাও।
IPL জিতল RCB, ইস্টবেঙ্গলকে ঠুকল বাগান জনতা!
সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে একেবারে ঘোর বিপদে পড়েছে ইস্টবেঙ্গল এফসি। শেষবারের মতো 2024 মরসুমে সুপার কাপ জয়ের পর আর সাফল্যে নাম জড়াতে পারেনি লাল হলুদ। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ তো দূর, AFC চ্যালেঞ্জ লিগ ও সাম্প্রতিক কলিঙ্গ সুপার কাপের মঞ্চেও ব্যর্থতার পরিধি অনেকটাই বাড়িয়েছে ইস্টবেঙ্গল। বিগত বছরগুলিতে ISL-এ একেবারে তলানিতে থেকেই যাত্রা শেষ করেছে মশাল দল।
অন্যদিকে কলকাতা ময়দানের আরেক প্রধান মোহনবাগান কিন্তু ফুটবলে সেরা সময় কাটাচ্ছে। গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগের জোড়া সফল্যের পর ভারত সেরার তকমা গায়ে মেখেছে সবুজ মেরুন। তাছাড়ও দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের রেখে দিয়ে আসন্ন সিজনের জন্য দলের শক্তি আরও কয়েকগুণ বাড়াচ্ছে মোহনবাগান। এমতাবস্থায়, IPL ফাইনালে চিরকুমার বেঙ্গালুরুর হাতে ট্রফি উঠতেই অতীতের ব্যর্থতাগুলি মনে করিয়ে ইস্টবেঙ্গলকে ধাক্কা দিলেন বাগান
সমর্থকরা।
অবশ্যই পড়ুন: IPL তো শেষ, জানেন ট্রফির গায়ে চার শব্দে কী লেখা থাকে? দেখে নিন
18 বছর পর প্রথমবারের জন্য IPL জিতল RCB। আর সেই আবহেই একেবারে সরাসরি লাল হলুদকে নিশানায় এনে বাগান সমর্থকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, 18 বছর। সাফল্য আর কবে আসবে? লাল হলুদের কেউ কেউ আবার লিখতে শুরু করেছেন, এবার যদি ইস্টবেঙ্গল একটু জায়গা পেত…. এমন পোষ্টের পাশাপাশি হ্যাশট্যাগে লেখা হয়েছে আশায় মরে চাষা। এমন পোস্ট দেখেই একেবারে হামলে পড়েছেন সবুজ মেরুন ভক্তরা।
কার্যত ঠেস দিয়ে ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে প্রত্যক্ষভাবে লেখা হচ্ছে, 18 বছর পেরিয়ে অবশেষে IPL ট্রফি তুলে নিল RCB! তবুও ইস্টবেঙ্গল লিগ পেল না! কেউ কেউ আবার লিখছেন, বেঙ্গালুরর মতো দল কাপ জিতে নিল, এদিকে ইস্টবেঙ্গল ব্যর্থতার দিন কাটাচ্ছে! সব মিলিয়ে, কোহলিদের সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলের আকাশে কিন্তু বেশ খানিকটা মেঘ ঘনিয়েছে!