বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় বলে দলের সাফল্যই প্লেয়ারদের সাফল্য! সেই মন্ত্র যেন বিগত কয়েকদিনে কাটায় কাটায় মিলে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) ফুটবলারদের ক্ষেত্রে। গত মরসুমে দুরন্ত ফুটবল খেলে জোড়া সাফল্যের পর সেরা স্ট্রাইকার থেকে শুরু করে প্রতিপক্ষের গোল আটকে সেরা গোলকিপারের কীর্তি, প্রায় সবেতেই নাম তুলেছিল বাগানের ছেলেরা। এবার সেই সূত্র ধরেই জাতীয় দলে সুযোগ পেলেন মোহনবাগানের ঘরের ছেলে দীপেন্দু বিশ্বাস। গত সিজেনে প্রশংসনীয় ফুটবল খেলে অবশেষে নিজের লক্ষ্যে তীর বাঁধলেন বাংলার এই ফুটবলার।
জাতীয় দলে জায়গা হল বাগান তারকার
গত মরসুমে দীপেন্দুর ফুটবল দেখে বোঝাই গিয়েছিল সাফল্যের শিখরে উঠবেন তিনি, সেই মতোই একে একে ধরা দিচ্ছিল নতুন নতুন সম্ভাবনা। তবে আচমকা সম্ভাবনাকে এফোঁড়-ওফোঁড় করে দিলেন বাংলার ছেলে। জানা যাচ্ছে, ভারতের অনূর্ধ্ব-23 জাতীয় দলের হেড কোচ নৌশাদ মুসা 29 জনের সম্ভাব্য স্কোয়ার্ড ঘোষণা করেছেন। আর সেই দলেই জায়গা হয়েছে বাগান অন্তপ্রাণ দীপেন্দুর।
তাজিকিস্তানে খেলতে যাবেন দীপেন্দু
বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, আগামী জুনেই তাজিকিস্তানে প্রীতি ম্যাচ খেলতে যাবে ভারতের অনূর্ধ্ব-23 ফুটবল দল। সেখানেই প্রতিপক্ষ তাজিকিস্তানের সমবয়সীদের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ রয়েছে বাগানের দীপেন্দুর। এছাড়াও সেই আসরে কিরঘিজ রিপাবলিকের অনূর্ধ্ব-23 দলের বিরুদ্ধেও খেলতে হবে ভারতের ছেলেদের।
জানা যাচ্ছে, 18 জুন ও 21 জুন আয়োজিত হবে এই দুই ম্যাচ। সেই মতোই আসন্ন 1 জুন কলকাতায় করা হবে ক্যাম্প। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতায় ক্যাম্প করার পর 16 জুন দুশানবে উড়ে যাবে ভারতের অনূর্ধ্ব-23 দল।
সুযোগ পেয়েছেন আরও দুই বাঙালি
তাজিকিস্তান ও কিরঘিজ রিপাবলিকের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-23 দলের যে সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে মোহনবাগানের দীপেন্দু ছাড়াও সুযোগ পেয়েছেন আরও দুই বাঙালি ফুটবলার শুভম ভট্টাচার্য ও সুমন দে।
অবশ্যই পড়ুন: শীঘ্রই হতে চলেছে স্বপ্নপূরণ! ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া কত হবে জানেন?
এক নজরে ভারতের অনূর্ধ্ব-23 দল
ডিফেন্ডার- দীপেন্দু বিশ্বাস, নিখিল বারলা, বিকাশ ইয়ামনাম, প্রমবীর, ক্লারেন্স ফার্নান্দেজ, সাজাদ হুসেন, মহম্মদ সাহিফ, শুভম ভট্টাচার্য, সুমন দে।
মিডফিল্ডার- বিনিথ ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, ভিবিন মোহানন, লালরেমলুয়াঙ্গা ফানাই, রাহুল রাজু, লালরিনলিয়ানা হামতে, ম্যাকার্টন লুইস নিকসন, মাঙ্গলেনথাং কিপগেন, চিংগাঙ্গবাম শিভালদো সিং, মহম্মদ আইমেন, থই সিং।
ফরোয়ার্ড- মহম্মদ সুহেইল, পার্থিব সুন্দর গগৈ, করৌ সিং থিনগুজাম, মহম্মদ সানান, আলান শাজি, জোসেফ সানি
গোলকিপার- ভারতের অনূর্ধ্ব-23 স্কোয়াডে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন 3 দিগপাল সাহিল, প্রিয়াংশ দুবে ও মহম্মদ আরবাজ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |