বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ একপ্রকার অপ্রতিরোধ্য মোহনবাগান (Mohun Bagan)। এ মরসুমে দুর্দান্ত ফুটবল খেলে লিগ শিল্ড নিশ্চিত করেছে গঙ্গা পাড়ের ছেলেরা। এখন লক্ষ্য প্লে অফ। আর সেই কারণেই ইতিমধ্যেই গোছানো ফুটবল দল নিয়ে প্রস্তুতি শুরু করেছেন হোসে মোলিনা। এমতাবস্থায় বাগান শিবিরে খুশির হাওয়া, শোনা যাচ্ছে, মঙ্গলবারের প্লে অফের আগেই দলে ফিরছেন তাবড় ফুটবলার সাহাল আব্দুল সামাদ। সূত্র বলছে, প্লে অফে খেলতে পারেন তিনি।
চোট কাটিয়ে ফিরছেন সামাদ?
শেষবারের মতো 5 ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির বিরুদ্ধে বাগান প্লেয়ারদের সঙ্গ দিয়েছিলেন সামাদ। সেই ম্যাচে 39 মিনিটের মাথায় ব্যাপক চোট পান বাগান তারকা। আর এরপরই একপ্রকার বাধ্য হয়ে তাঁকে তুলে নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।
চোট কাটাতে প্রথম থেকেই সাইডলাইনে রিহ্যাব করারচ্ছিলেন খেলোয়াড়। অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে মোহনবাগানে ফিরছেন পুরনো সৈনিক। বেশ কয়েকটি সূত্র বলছে, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ তাঁকে দলে পেতে পারেন মোলিনা।
আদৌ প্লে অফে খেলবেন সামাদ?
গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে সামাদকে ছাড়াই আক্রমন শানিয়েছে বাগান প্লেয়াররা। তবে মার্চ মাস পড়তেই ফুটবলারকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন মোলিনা। সূত্র বলছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ। এই মঞ্চে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি ও জামশেদপুর এসি-র মধ্যেকার জয়ী দল।
শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই সুখবর পেল বাগান। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সম্ভবত মঙ্গলবারের আগেই ফিট হয়ে মোলিনার দলে যোগ দিতে পারেন সামাদ। আর সেই সূত্র ধরেই তাঁকে নিয়ে প্লে অফ খেলবে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে খুন? ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ! গ্রেফতার গাড়ি চালক
প্লে অফে কোন কোন দল খেলবে?
ইন্ডিয়ান সুপার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী, ইতিমধ্যেই লিগ শিল্ড নিশ্চিত করে প্লে অফ জায়গা করেছে মোহনবাগান। ফলত, এবারের মরসুমে প্রতিপক্ষ দলগুলির সাথে প্লে অফে লড়বে বাগান প্লেয়াররা। মোহনবাগান ছাড়াও শক্তিশালী দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি চলতি ISL-এর প্লে অফে খেলবে। সেক্ষেত্রে বলে রাখি, এফসি গোয়া খেলবে বেঙ্গালুরু এফসি ও মুম্বাই সিটি এফসির মধ্যে জয়ী দলের বিরুদ্ধে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |