বিক্রম ব্যানার্জী, কলকাতা: AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের শুরুতেই ধাক্কা খেয়েছে মোহনবাগান Mohun Bagan)। তুর্কমেনিস্তানের বিদেশিহীন আহাল এফকের কাছে প্রতিযোগিতার শুরুতেই ঘরের মাঠে হেরেছে সবুজ মেরুন। ফলে মনের মধ্যে একটা চাপা যন্ত্রণা তো রয়েছেই। তবে সেই অপ্রাপ্তি সঙ্গে নিয়েই সপ্তমীর দিন সেপাহানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান। আর তার আগেই আশঙ্কায় গঙ্গা পাড়ের দল। কারণটা অবশ্য ভিসা সমস্যা।
4 বিদেশির ভিসা নিয়ে সমস্যায় মোহনবাগান
এসিএল 2 এর পরবর্তী ম্যাচ খেলতে ইরানের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের সবচেয়ে বড় দল মোহনবাগান। সেখানেই সেপাহানের বিরুদ্ধে আক্রমণ শানাবেন সবুজ মেরুনের ছেলেরা। তবে সেই ম্যাচের প্রাক্কালে 4 বিদেশির ভিসা নিয়ে বেজায় সমস্যায় পড়ে গিয়েছে হোসে মোলিনার দল।
সবুজ মেরুন সূত্রে খবর, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের 4 ফুটবলার জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন ও টম অলড্রেডের ইরানে যাওয়ার ভিসা পাওয়া নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে মোহনবাগানকে। আদৌ এই 4 ফুটবলারের ভিসা পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে বাগানের ম্যানেজমেন্ট।
মূলত, রাজনৈতিক কারণে যুক্তরাজ্য অথবা অস্ট্রেলিয়ার নাগরিকরা সহজে ইরানে যাওয়ার ভিসা পান না। একইভাবে, পাসপোর্টে ইরানের স্ট্যাম্প থাকলে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রবেশে সমস্যা তৈরি হয়। ফলে এবার সেপাহানের বিরুদ্ধে আদৌ এই 4 বিদেশিকে নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে সবুজ মেরুন শিবির।
যুক্তরাজ্যের নিয়ম বলছে, সে দেশের নাগরিকরা ইরানের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে ইরানও যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার নাগরিকদের গ্রহণ করবে না! এমতাবস্থায়, টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে। আলোচনার পরেও জেমিদের ইরানে নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবে মোহনবাগান। তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত যদি এই চার ফুটবলারকে ছাড়াই মোহনবাগান দলকে ইরানে যেতে হয় সেক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়বেন মোলিনারা। কারণ, সেপাহান এমনিতেই শক্তিশালী দল। তাঁর উপর যদি বাগানের অতি পরিচিত চার মুখ না থাকে তাহলে তো পোয়া বারো।
অবশ্যই পড়ুন: নেশা কাহারে কয়! জমি-গয়না সর্বস্ব বেচে ৭২ লক্ষ টাকার মদ গিলেছেন বিহারের মোটুলাল
উল্লেখ্য, গত বছরও ইরানে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে ফুটবলারদের ভিসা নিয়ে সমস্যায় পড়েছিল মোহনবাগান। সেবার, ইজরায়েলের সাথে ইরানের সংঘর্ষ চলার কারণে শেষ পর্যন্ত দেশটিতে খেলতে যায়নি সবুজ মেরুন। তবে, এবার সেই সব সমস্যা না থাকলেও 4 ফুটবলারকে ছাড়া সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ভাবতেই পারছেন না বাগান সমর্থকরা।