বিক্রম ব্যানার্জী, কলকাতা: AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের শুরুতেই ধাক্কা খেয়েছে মোহনবাগান। ঘরের মাঠেই তুর্কমেনিস্তানের আহাল এফকের কাছে পরাস্ত হয়েছে মোলিনার দল। তবে আসন্ন প্রতিপক্ষ যে আরও বেশি শক্তিশালী। বলা বাহুল্য, আগামী 30 সেপ্টেম্বর এসিএল টুয়ের মঞ্চে ইরানের দল সেপাহান এসসির বিরুদ্ধে মাঠে নামতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। আর তার আগেই চিন্তায় পড়ে গেল সবুজ মেরুন। সূত্রের খবর, বাগানের তিন বিদেশী ইতিমধ্যেই ইরান যাত্রা (Mohun Bagan Iran Tour) নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। যার ফলে, বাকিদের কাছেও জানতে চাওয়া হয়েছে ইরানে যাওয়া নিয়ে তাদের সিদ্ধান্ত কী?
কেন ইরানে যাওয়া নিয়ে আপত্তি জানালেন বাগানের তিন ফুটবলার?
সবুজ মেরুন সূত্রে খবর, রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে মোহনবাগানের হয়ে ইরানে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন 3 অস্ট্রেলিয়ান ফুটবলার, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। জানা যাচ্ছে, তিন বড় ফুটবলারের তরফে আপত্তি জানানোর পরই দলের বাকিদেরও সিদ্ধান্ত জানানোর আবেদন জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সবুজ মেরুনের এক সূত্র দাবি করছে, আজ অর্থাৎ শনিবারের মধ্যেই মোহনবাগান ফুটবলাররা ইরানে যাবেন কিনা সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে।
ইরানে যাওয়া নিয়ে সমস্যাটা কোথায়?
বলে রাখি, ইরান যাত্রার আগে ফুটবলারদের নিয়ে সমস্যার ঘটনা মোহনবাগানে এটাই প্রথম নয়। এর আগে গত বছর একই সমস্যার মুখে পড়েছিল সবুজ মেরুন। সেবার অবশ্য, ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই ইরানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। সে কারণেই সবদিক মাথায় রেখে, ইরান সফর বাতিল করেছিল সবুজ মেরুন। কিন্তু এ বছর সেই সব সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়?
আসলে, রাজনৈতিক কারণে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার নাগরিকদের সহজে ভিসা দেয় না ইরান। একইভাবে পাসপোর্টে ইরানের স্ট্যাম্প বসানো থাকলে অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যে প্রবেশের সমস্যা তৈরি হয়। তাছাড়াও ইরানের সাথে এই দেশগুলির রাজনৈতিক সমস্যা রয়েছে। যার কারণে বাগানের 4 বিদেশি ফুটবলারের ইরান যাত্রার ভিসা পাওয়া নিয়ে যথেষ্ট সমস্যা তৈরি হয়েছিল। এরই মাঝে, এবার নিরাপত্তাজনিত কারণকে সামনে রেখে ইরান সফরে কার্যত না করে দিল সবুজ মেরুনের 3 অজি ফুটবলার।
অবশ্যই পড়ুন: ফাইনালের আগেই হার্দিক, অভিষেকদের চোটাশঙ্কা! মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ
প্রসঙ্গত, আজ, শনিবারই ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগান ফুটবলারদের। কিন্তু তার আগে খেলোয়াড়দের মতামত জানতে চাইছে ম্যানেজমেন্ট। পরবর্তীতে ফুটবলারদের মতামতের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে শুভাশিস বসুদের ম্যানেজমেন্ট। যদিও সম্প্রতি সেপাহানের ম্যাচটি ইরান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন জানিয়েছিল মোহনবাগান সুপার