বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগে দুর্ধর্ষ জয়ের পর কলিঙ্গ সুপার কাপের যাত্রাতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় গঙ্গা পাড়ের দল। তাই সিনিয়র দলের কয়েকজনকে রেখে সহকারি কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে জুনিয়র টিম নিয়ে একেবারে জোরালো আক্রমণ শানানোর অপেক্ষায় সবুজ মেরুন। তবে বড়দের অনুপস্থিতে কতটা জায়গা করতে পারবে সবুজ মেরুন? সাফল্যের মধ্যেও ঘুরছে প্রশ্ন।
গুটি কয়েক সিনিয়রের সাথে অনুশীলন করলেন ছোটরা
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত যা খবর, সম্প্রতি মোহনবাগানের অনুশীলনে দেখা মেলেনি শুভাশিস বসুদের। তবে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ন, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস ও ধীরাজ সিংরা এদিন সুপার কাপের অনুশীলনে উপস্থিত ছিলেন।
কাজেই সিনিয়র টিমের 6 জন তাবড় ফুটবলারের সাথে অনুশীলন সেরেছেন সুহেল ভাটরা। যদিও খারাপ আবহাওয়ার কারণে যুবভারতীতে খুব একটা বেশি সময় ধরে অনুশীলন করতে পারেনি বাগান। বৃষ্টির কারণে একই সমস্যা হয়েছিল ইস্টবেঙ্গলেরও। তবে সুপার কাপের আগে অল্প সময়ের মধ্যেও ময়দান প্রধান দুই দল ভাল ছন্দেই ছিল।
কেন সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান?
প্রথমত ইন্ডিয়ান সুপার লিগ শেষ করে যথেষ্ট ক্লান্ত সিনিয়র ফুটবলাররা। এছাড়াও, 20 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সুপার কাপ অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে। ফলত, প্রচন্ড গরমের মধ্যে মাঝ মাঠে দাপিয়ে বেড়াতে হবে ছেলেদের। এদিকে সুপার কাপ শেষ হলেই AFC চ্যাম্পিয়নস লিগের লড়াই বাকি রয়েছে। তাই মোহনবাগান চায়না, সুপার কাপে দলের সব মূল ফুটবলারকে নামিয়ে সমস্যা বাড়াতে।
সূত্রের খবর, খেলোয়াড়রা যাতে চোট না পায়, সে কথা মাথায় রেখেই তাঁদের আপাতত বিশ্রামে পাঠিয়েছে বাগান ম্যানেজমেন্ট। কাজেই এক কথায় বলা যেতে পারে, আসন্ন AFC চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখেই, সুপার কাপে সেরা দল নামাচ্ছে না মোহনবাগান।
অবশ্যই পড়ুন: শূন্যস্থান পূরণে মরিয়া BCCI, টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন KKR প্রাক্তনী!
না খেলেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে বাগান
আগামীকাল থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত কলিঙ্গ সুপার কাপ। টুর্নামেন্টের প্রথম আসরেই নামার কথা ছিল কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। তবে আই লিগের শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় নকআউট পর্বের ম্যাচ থেকে একেবারে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন।
অন্যদিকে, এমন ঘোটালার কারণে রবিবার দুপুর সাড়ে চারটে থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের সুপার কাপ ম্যাচ পিছিয়ে রাত 8টায় অনুষ্ঠিত হবে। জানিয়ে রাখি, এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধেই কোয়ার্টার ফাইনালে আক্রমণ শানাবে সবুজ মেরুন ব্রিগেড।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |