Indiahood-nabobarsho

মোহনবাগানেরও দুর্দিন! যে ৩ কারণে সুপার কাপে স্বপ্ন ভাঙল সবুজ মেরুনের

Published on:

Mohun Bagan lost to Goa in the Super Cup for these 3 reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য সহায় থাকায় কোনও ম্যাচে অংশ না নিয়ে একলাফে সুপার কাপ কোয়ার্টার ফাইনালে হাজির হয়েছিল মোহনবাগান(Mohun Bagan)। সেই আসরে পা রেখেই দক্ষিণী ক্লাব কেরালা ব্লাস্টার্সকে পরাস্ত করে প্রতিবেশী ইস্টবেঙ্গলের প্রতিশোধ নিয়েছিল সবুজ মেরুন। সেই মতো চূড়ান্ত হয়েছিল সেমি ফাইনালের টিকিটও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে শেষ চারের লড়াইয়ে পৌঁছতে শক্তিশালী গোয়ার বিপক্ষে গুঁড়িয়ে যায় বাস্তব রায়ের মোহনবাগান। আপাতত সেই যাত্রায় দুঃখ বাড়িয়ে বিদায় নিয়েছে গঙ্গা পাড়ের দল। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ থেকে ধারাবাহিক সাফল্যের পর আচমকা কেন এভাবে স্বপ্ন ভাঙল বাগানের? ঠিক কোন কারণগুলির জন্য গোয়ার কাছে এভাবে নাকানি চোবানি খেতে হল মশাল বাহিনীর প্রতিদ্বন্দ্বীকে? উত্তর মিলবে আজকের প্রতিবেদনেই।

মোহনবাগানের হারের ৩ কারণ

বাগানের রক্ষণভাগ

কলিঙ্গ সুপার কাপের প্রথম আসরে নিজেদের রক্ষণভাগ একেবারে শক্ত হাতে ধরে রেখে কেরালাকে বিদায় দিয়েছিল মোহনবাগান। তবে সেমির আসরে পৌঁছতেই প্রতিপক্ষ গোয়ার সামনে একেবারে ধরাশায়ী হয়ে যায় সবুজ মেরুন বাহিনী। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, মূলত রক্ষণের ভুল নিয়েই ডুবতে হল পালতোলা নৌকাকে। কারণ হিসেবে সিংহভাগই যেটা দেখছেন, তা হল গোয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে ধীরাজ সিংদের একাধিক ভুল পদক্ষেপ ডুবিয়েছে বাগানকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গোয়ার আক্রমণাত্মক ফুটবল

ইন্ডিয়ান সুপার লিগ হোক অথবা সুপার কাপ, এ মরসুমে একেবারে নিজেদের সেরাটা উজাড় করে দিতেই নেমেছে গোয়া। যা দলের ছেলেদের পারফরমেন্স থেকেই প্রমাণিত। বুধবার ISL জয়ী মোহনবাগানের বিপক্ষেও একেবারে আক্রমণাত্মক ভঙ্গি নিয়েই ম্যাচের শুরুটা রাঙিয়ে দিয়েছিল ভিন রাজ্যের এই দল। ম্যাচের একেবারে প্রথম থেকেই বাগানের ওপর চাপ বাড়িয়েছিল গোয়ার ছেলেরা।

শুধু তাই নয়, সবুজ মেরুনের আলগা হয়ে যাওয়ার রক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিটি তীর সঠিক নিশানায় নিক্ষেপ করেছে FC Goa। জানিয়ে রাখি, এ মরসুমে ছেলেদের গোছানো ফুটবল ও শক্তপোক্ত রক্ষণভাগ নিয়েই একের পর এক আসরে নিজেদের প্রত্যাশিত লক্ষ্য স্থির করছে মানালো মার্কেজের দল। বলা বাহুল্য, মোহনবাগানের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে গোয়ার শক্তিশালী ফুটবলকেই দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

সেরা দল নামায়নি বাগান

ইন্ডিয়ান সুপার লিগের নায়কদের অধিকাংশকেই বিশ্রামে রেখে বাস্তব রায়ের তত্ত্বাবধানে তরুণ প্রতিভারে নিয়ে সুপার কাপের লড়াইয়ে পা বাড়িয়েছিল মোহনবাগান। দলে সুহেল ভাট, দীপক টাংরিদের মতো ISL খেলা ফুটবলাররা ছিলেন ঠিকই তবে শক্তিশালী গোয়ার বিপক্ষে শুভাশিস বসু, মনবীর সিংদের মতো সেরা ফুটবলারদের ছাড়া মাঠে নামায় একেবারে তীরে এসে তরী ডুবেছে মোহনবাগান সুপার জয়েন্টের।

অবশ্যই পড়ুন: ভারত পাকিস্তানের যুদ্ধ হলে কোন পক্ষ নেবে সৌদি থেকে UAE, কাতার! জানুন

প্রসঙ্গত, গোয়ার বিরুদ্ধে সেমির ম্যাচে বাগানের পরাজয়ের অন্যতম কারণ গোলরক্ষক ধীরাজ সিংয়ের এক জোড়া ভুল সিদ্ধান্ত। এদিন 51 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে বসে গোয়া। আর সেখানেই ভুল ছিল ধীরাজের। এদিন গোল বাঁচাতে গিয়ে গোলপোস্টের একেবারে আড়াআড়ি বেরিয়ে আসেন তিনি, প্রতিপক্ষের সাথে বল দখলের লড়াইয়ে জড়াতে গিয়েই স্লাইড করে পেনাল্টি দিয়ে বসেন ধীরাজ।

আর এখানেই প্রথমবারের মতো কোমর ভাঙে বাগানের। এরপর গোয়ার তৃতীয় গোলের আগে বোরহা হেরেরার কর্নার শট মিস জাজ করে ফেলেছিলেন তিনি। আর সেই সুযোগেই বল দ্বিতীয় গোলপোস্টে লেগে জালে জড়ায়, নিশ্চিত হয় বাগানের পরাজয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group