বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে শত্রু শিবিরে লাগাতার আক্রমণ শানিয়ে ভারত সেরা হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। টানা দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড জয়ের পর সুনীল ছেত্রীদের পরাজয়ের কারণ হয়ে দ্বিমুকুট মাথায় তোলে সবুজ মেরুন। আর সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে কলিঙ্গ সুপার কাপে আসর জমায় বাগান।
শুরুর দিকে আই লিগের শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলে ম্যাচে অংশ না নিয়েই সরাসরি কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয় গঙ্গা পাড়ের দল।তবে সেই যাত্রায় প্রতিবেশী ইস্টবেঙ্গল বধকারী কেরালাকে পরাস্ত করলেও সেমির মঞ্চে নতুন পুরাতনের সংমিশ্রণে দাগ কাটতে পারেনি মোলিনার ছেলেরা।
শেষ পর্যন্ত সুপার কাপ থেকে ছিটকে আপাতত আসন্ন মরসুমের পরিকল্পনায় ব্যস্ত সবুজ মেরুন। এহেন আবহে শোনা যাচ্ছে নতুন খবর। সূত্র বলছে, ফুটবলারদের চুক্তি শেষের আবহে নাকি দুই ভারতীয় তরুণকে মনে ধরেছে মোলিনার। মনে করা হচ্ছে, আগামী মরসুমের জন্য তাঁদের দুজনকে শীঘ্রই রিটেন করাবে সবুজ মেরুন।
দুই তরুণের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন মোলিনা!
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, আসন্ন মরসুমের জন্য শক্তি বাড়াতে দুই তরুণ ফুটবলারকে নজরে রেখেছেন বাগান কোচ মোলিনা। শোনা যাচ্ছে, সবুজ মেরুন শিবিরের তুখড় ফুটবলার আমনদীপ সিং ও সৌরভ ভানওয়ালার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সেরে রাখতে চাইছেন মোহনবাগানের পথপ্রদর্শক।
বেশ কয়েকটি সূত্র যা বলছে, এবারের রিলায়েন্স ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে মাঠ কাঁপানো আমানদীপের পারফরমেন্স পছন্দ হয়েছে বাগান কর্তাদের। সেই সাথেই, সৌরভের মতো ফুটবলারদের দলের রাখতে দ্বিতীয় চিন্তা করছেন না কোচ মোলিনাও। শোনা যাচ্ছে, সমস্যা মাথায় রেখেই এই দুই তরুণ ফুটবলারকে সিনিয়র দলের জন্য যোগ্য করে তুলতে চাইছেন স্প্যানিশ কোচ।
অবশ্যই পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধ মেজাজ! এই ২৭টি বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দেখে নিন তালিকা
হিসেব বলছে, দুই তরুণ প্রতিভার ফুটবল দক্ষতা দেখেই তাঁদের সিনিয়র দলের জন্য যোগ্য মনে করছেন হোসে। সূত্রের খবর, চলতি মাসেই এই দুই ফুটবলের সাথে চুক্তি শেষ হচ্ছে বাগানের। তবে মেয়াদ শেষের আগেই দুই প্রতিভাবান ফুটবলারকে রিটেন করিয়ে নেবে সবুজ মেরুন, এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |