বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবসন রবিনহোকে নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। প্রথমদিকে গুঞ্জন উঠেছিল, নেইমারের বিরুদ্ধে খেলা এই ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। তবে সেই সম্ভাবনা কাটিয়ে মোহনবাগানের (Mohun Bagan) সাথে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ফুটবলারকে জড়িয়ে নিয়েছিলেন অনেকেই। শোনা যাচ্ছিল, আগামী মরসুমের জন্য রবসনকে নাকি সই করাবে মোহনবাগান। তবে সেই সম্ভাবনা আপাতত আর থাকছে না।
সূত্র বলছে, রবসন যে ধরনের খেলোয়াড় তাঁর সাথে এক ফোঁটাও মেলে না বাগান কোচ মোলিনার কম্বিনেশন। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনদের মতো খেলোয়াড়দের দলে নিয়ে কোচ মোলিনা যে মিশ্রণ তৈরি করেছেন তার সাথে একেবারেই যান না রবসন। এমতাবস্থায়, শোনা যাচ্ছে বড় খবর। সূত্র মারফত জানা গেল, রবিনহো নন, মূলত জাতীয় দলের তুখড় ডিফেন্ডারে নজর পড়েছে বাগানের।
বাগানে খেলা হচ্ছে না রবসনের?
সম্প্রতি বেশ কয়েকটি সূত্র দাবি করেছিল, ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান। অর্থাৎ ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবসনকে খুব শীঘ্রই সই করাতে পারে সবুজ মেরুন! তবে সেই স্বপ্ন আপাতত অধরাই থাকছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবসনের সাথে মোহনবাগানকে জড়িয়ে যেসব তথ্য ছড়িয়েছিল তা পুরোটাই ভুয়ো।
বাগানের স্ট্র্যাটেজির সাথে নাকি একেবারেই খাপ খান না নেইমারের বিরুদ্ধে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার। এমনকি মোহনবাগান কর্তাদের সাথে রবিনহোর কথা হয়েছে বলে যে খবর প্রচার করা হয়েছিল তা পুরোটাই মিথ্যে!
অবশ্যই পড়ুন: জ্বলে পুড়ে নাকাল! প্রকৃতির রোষে পাকিস্তান
জাতীয় ডিফেন্ডারে নজর বাগানের
গত মরসুমের প্রায় সব ম্যাচেই জোড়া বিদেশি ডিফেন্ডার খেলিয়েছিল মোহনবাগান। যার কারণে রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করতে হয়েছিল গ্রেগ স্টুয়ার্ট, পেত্রাতোসদের। তবে এবার দলের শক্তি আরও বাড়াতে হবে। আর সেজন্যই ডিফেন্স বিভাগ থেকে একজন বিদেশি কমাতে চাইছেন মোলিন। সেই সূত্র ধরেই জাতীয় দলের তুখড় ডিফেন্ডারকে পছন্দ করে নিয়েছেন স্প্যানিশ কোচ।
সূত্রের যা খবর, অনিশ্চয়তার মাঝে টম দল ছাড়লেই আলবার্তোর পাশে খেলানোর জন্য খুব সম্ভবত জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিংগানকে সই করাতে চাইছে গঙ্গা পাড়ের দল। সন্দেশ যেহেতু এর আগেও এটিকে মোহনবাগানে খেলেছেন কাজেই তাঁর গতিবিধি কিছুটা হলেও চেনে বাগান। শোনা যাচ্ছে, ঝিংগানের পাশাপাশি মুম্বইয়ের দাপুটে ফুটবলার ভালপুইয়াকেও ট্রান্সফার ফি দিয়ে দলে টেনে নিতে পারে সবুজ মেরুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |