জাতীয় দলের বড় তারকাকে দলে নিতে ঝাঁপাল মোহনবাগান

Published on:

Mohun Bagan may sign a national team defender

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে জোড়া সাফল্যের পরই খিদেটা আরও বেড়ে গিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগানের (Mohun Bagan)। তবে চার্চিল ব্রাদার্সের নাম প্রত্যাহারের সুবাদে কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পেলেও শেষ পর্যন্ত সেমিফাইনালের লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি সবুজ মেরুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই পরাজয়ের পরই ধাক্কা এড়াতে একেবারে আটঘাট বেঁধে দল গোছাচ্ছে মোহনবাগান। প্রতিবেশী ইস্টবেঙ্গলের ছন্দে ফেরার আবহে ফিফার তরফে দেশীয় ফুটবলার সই করানোয় নিষেধাজ্ঞা পেয়েছে ময়দান প্রধান মোহনবাগান। তবে সেই কঠোর নিষেধাজ্ঞার মাঝেও জাতীয় ডিফেন্ডারকে রাডারে রেখেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।

সূত্রের যা খবর, ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবসন রবিনহোর জল্পনা কাটতেই সবুজ মেরুনের সাথে জড়িয়ে বারংবার উঠে আসছে জাতীয় দলের তুখড় ফুটবলারের নাম। মোহনবাগানের একটি সূত্র জানাচ্ছে, সব ঠিক থাকলে যাবতীয় নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতীয় ফুটবল দলের বড় তারকাকে সই করিয়ে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আলোচনা সেরে ফেলেছে মোহনবাগান

সাম্প্রতিক সময়ে মোহনবাগানের সাথে বারংবার উঠে আসছে জাতীয় দলের এক ফুটবলের নাম। সূত্রের যা খবর, মূলত টমকে নিয়ে অনিশ্চয়তার মাঝে ব্যাকআপ খুঁজে নিতে চাইছিল সবুজ মেরুন। তবে ইতিমধ্যেই মোহনবাগানের সাথে সম্পর্ক দীর্ঘায়িত করেছেন স্কটিশ ফুটবলার টম অলড্রেড। কিন্তু তা সত্বেও জাতীয় দলের ওই ডিফেন্ডার থেকে চোখ সরছেনা মোহনবাগানের। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, বাগান কোচ মোলিনা নাকি অনেক ভেবেচিন্তে তাঁকে পছন্দ করেছেন।

অবশ্যই পড়ুন: বস্ত্রশিল্পে হবে ১০০০০০০০০০০০ টাকার আয়, বাংলাদেশের ব্যবসা বন্ধ করে মুনাফা ভারতেরই

হ্যাঁ, শোনা যাচ্ছে জাতীয় দলের অন্যতম তুখড় ফুটবলার সন্দেশ ঝিংগানকে দলে নিতে একেবারে উঠেপড়ে লেগেছে মোহনবাগান সুপার জায়ান্টরা। সূত্র বলছে, কোচ মোলিনার তরফে সবুজ সংকেত পাওয়ার পরই নাকি ঝিংগানের সাথে কয়েক দফায় আলোচনা শুনেছেন বাগান কর্তারা। সদ্য প্রকাশ্যে আসা বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, সন্দেশকে দলে নিতে একপ্রকার প্রস্তুত মোহনবাগান। ওদিকে জাতীয় দলের ডিফেন্ডারও নাকি বাগান শিবিরে খেলতে ইচ্ছুক। ফলত, সবমিলিয়ে এখন দেখার শেষ পর্যন্ত সন্দেশের গায়ে সবুজ মেরুন জার্সি ওঠে কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group