বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। তাই ইন্ডিয়ান সুপার লিগে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে শুরুর দিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকতে হলেও ধীরে ধীরে শক্তি বাড়িয়ে মগডাল ছুঁয়ে ফেলে সবুজ মেরুন। শেষ পর্যন্ত, গোটা মরসুমে কার্যত অপ্রতিরোধ্য ফুটবল খেলে লিগ শিল্ড ও ISL কাপ দুইই নিশ্চিত করেছে হোসে মোলিনার দল।
এহেন আবহে ভারত সেরার তকমা গায়ে মেখে বহু অপেক্ষিত কলিঙ্গ সুপার কাপের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধান। শোনা যাচ্ছে, কলিঙ্গ সুপার কাপের প্রস্তুতির মাঝেই আগামী মরসুমের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছেন মোলিনারা। ঠিক সেই আবহে কানে আসছে নতুন খবর। শোনা যাচ্ছে, তুখড় ভারতীয় উইঙ্গারে চোখ পড়েছে মোহনবাগানের।
সুপার কাপের প্রস্তুতি তুঙ্গে বাগানের
ইন্ডিয়ান সুপার লিগে দুর্ধর্ষ ছন্দে থেকেই ভারত সেরা হয়েছে টেবিল টপার মোহনবাগান। প্রতিবেশী ইস্টবেঙ্গলের অবস্থা যেখানে একেবারে শোচনীয়, সেই পর্বে দাঁড়িয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গঙ্গা পাড়ের দল। মূলত, সুপার কাপের কথা মাথায় রেখে তাবড় ফুটবলারদের নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি।
বাগান চাইছে, গোটা ইন্ডিয়ান সুপার লিগের জয়ের ধারা সুপার কাপে অব্যাহত রাখতে। আর সেই লক্ষ্য নিয়েই আগামীর পথ চলা মসৃণ করতে দিনরাত এক করে পরিকল্পনা কষে চলেছেন মোলিনাও। জানিয়ে রাখি, 20 এপ্রিল, কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে আই লিগের যোগ্য দলের বিরুদ্ধে মাঠে নামবেন শুভাশিস বসুরা।
অবশ্যই পড়ুন: গর্বের খবর! ইউনেস্কোর রেজিস্টারে স্বীকৃতি পেল ভারতীয় ধর্মগ্রন্থ গীতা ও নাট্যশাস্ত্র
ভারতীয় উইঙ্গারে নজর মোহনবাগানের
সম্প্রতি শোনা যাচ্ছিল, নর্থইস্ট ইউনাইটেডের এক তাবড় ফুটবলারকে দলে নিতে ছক কষছেন মোলিনারা। এমতাবস্থায়, দলের সাথে চুক্তি বাড়িয়ে নিয়েই নাকি ভারতীয় উইঙ্গার পার্থিব গগৈকে দলে টানতে চাইছেন মোহনবাগান কোচ। সূত্রের খবর, সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে মোট 4টি গোল করেছেন এই ভারতীয় তরুণ।
জানা যাচ্ছে, দলের প্রতি তাঁর কন্ট্রিবিউশন ও দুরন্ত ছন্দকে সামনে রেখেই তাঁকে মোহনবাগান শিবিরে নিয়ে আসতে আগ্রহী ক্লাব কর্তারা। বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই নাকি পার্থিবের সাথে কয়েক দফা কথা হয়েছে বাগানের।