অর্থের জোরে ইস্টবেঙ্গলের বিরাট ক্ষতি করে দিল মোহনবাগান!

Published:

Mohun Bagan offers big money to young defender who wants to join East Bengal
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)! সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের তরুণ ডিফেন্ডার অভিষেক সিংকে দলে নিতে কয়েক প্রস্থ কথা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের।

তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই অতিরিক্ত দাম হাঁকিয়ে লাল হলুদে আসতে চাওয়া ফুটবলারের গতিপথ বদলে দিল সবুজ মেরুন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইস্টবেঙ্গলমুখী ভারতীয় ফুটবলারকে দলে নিতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে বাগান। তাই আপাতত অভিষেক সিংকে ইস্টবেঙ্গল পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।

অভিষেকের ইস্টবেঙ্গলে আসা রুখে দিল মোহনবাগান!

সম্প্রতি প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, আনোয়ার আলির সঙ্গে অভিষেককে খেলাতে পাঞ্জাবের সঙ্গে কয়েক দফা মৌখিক আলোচনা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। শোনা যায়, পাঞ্জাব নাকি প্রায় রাজি হয়ে গিয়েছিল লাল হলুদের প্রস্তাবে! আর এরই মাঝে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরালো মোহনবাগান।

সূত্রের খবর, লাল হলুদে আসতে চাওয়া ফুটবলার অভিষেক সিংকে নাকি মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে বাগান। খোঁজ নিয়ে জানা গেল, বাগানের তরফে অতিরিক্ত অর্থের প্রস্তাব পেয়ে অভিষেকের ইস্টবেঙ্গল যাত্রা থমকে গিয়েছে। শোনা যাচ্ছে, পাঞ্জাবও নাকি ওই ফুটবলারকে নিয়ে এবার দ্বিতীয় চিন্তা শুরু করেছে।

ফুটবলার নিয়ে ইস্ট-মোহনের দড়ি টানাটানি নতুন নয়

ইন্ডিয়ান সুপার লিগের যুগে দাঁড়িয়ে ফুটবলার নিয়ে দড়ি টানাটানির গল্প আজকের নয়। বহু আগে থেকেই ফুটবলারদের নিয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে কাড়াকাড়ি লেগেই রয়েছে। এই যেমন, গত বছর অপুইয়াকে নিয়ে একই রকম রেষারেষি দেখা গিয়েছিল কলকাতার দুই ময়দান প্রধানের মধ্যে। এবারও সেই একই পথে হেঁটে ঘর গোছানোর আবহে 20 বছরের অভিষেককে নিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে তৈরি হল জটলা।

অবশ্যই পড়ুন: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগেই শেষ হচ্ছে রোহিত অধ্যায়? বিকল্প অধিনায়ক খুঁজে নিল BCCI!

শেষ পর্যন্ত কোন দলে যাবেন অভিষেক?

আপাতত যা খবর, অভিষেক সিংকে দলে নিতে পাঞ্জাবের সাথে মৌখিক আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের। তবে লাল হলুদের সেই বাড়া ভাতে ছাই ছিটিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। মূলত মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে অভিষেককে দলে টেনে নিতে চাইছে সবুজ মেরুন। তবে সূত্র বলছে, অভিষেক মোহনবাগানে গেলে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে! আর সেই সব চিন্তা করেই অর্থের প্রলোভন পাওয়া সত্বেও হয়তো লাল হলুদের দিকে ঘুরতে পারেন জাতীয় দলের এই তরুণ ডিফেন্ডার। তবে শেষ পর্যন্ত কী হয়, সেদিকে চোখ থাকবে কলকাতা ময়দানের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join