বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলারদের সুরক্ষার কথা মাথায় রেখে ইরানে AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। সেপাহান এসসির বিপক্ষে মাঠে উপস্থিত না হওয়ায় AFC অবশ্য ধরে নিয়েছে, গোটা এসিএল টু থেকেই সরে দাঁড়িয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যা সবুজ মেরুন সমর্থকদের ক্ষোভ অনেকটাই বাড়িয়েছে। এমতাবস্থায়, বিবৃতি জারি করে অবস্থান স্পষ্ট করল সবুজ মেরুন (Mohun Bagan On ACL 2)। বাগান জানালো, ‘সবকিছুর আগে গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন। খেলার থেকেও অনেক বেশি প্রাধান্য দিতে হবে প্লেয়ারদের সুরক্ষাকে।’
প্রেস বিবৃতি দিল মোহনবাগান
রবিবার সকাল সকাল মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত একটি যৌথ বিবৃতি দেন। সেখানে বলা হয়, ‘ঠিক একই কারণে আমরা গত বছরও খেলতে যাইনি। ইরানে সমস্যা রয়েছে তা সকলেরই জানা। ফুটবলাররা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সেখানে ম্যানেজমেন্টের কিছুই করার থাকে না। খেলার থেকেও আগে ফুটবলারদের জীবন। তাই আমরা ইরানে যাওয়ার বিষয়টা ফুটবলারদের উপরই ছেড়েছিলাম। AFC লিগে খেলতে না পারার কারণে আমরা আপনাদের মতোই মর্মাহত।’
এদিন, বাগানের তরফে বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, ‘সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেক বছর 70 থেকে 80 কোটি টাকা খরচ করে দল তৈরি করেন। সেটা অবশ্যই সর্বোচ্চ স্তরে ভাল ফল করার জন্য। আমাদের লক্ষ্য কিন্তু দ্বিতীয় সারির প্রতিযোগিতা জেতা নয়। এত টাকা খরচ করার পরেও ইরানে যদি সমস্যা না থাকে তাহলে কেন আমরা খেলতে যাব না?’ মোহনবাগান দলের হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি এদিন সমর্থকদের জন্যও বড় বার্তা দিয়েছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় এবং সভাপতি দেবাশিস।।
তাঁদের কথায়, ‘মোহনবাগান নিয়ে আলাদা আবেগ থাকবেই। বাগান কোথাও খেলতে না গেলে মর্মাহত হবেন। প্রতিবাদ অবশ্যই করবেন। কিন্তু শুধুমাত্র আবেগের বসে সমালোচনা না করে একটু যুক্তি দিয়ে ভাবুন। যিনি প্রতিবছর এত কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করছেন, দলের জন্য সর্বস্ব ঢেলে দিচ্ছেন, তাঁকে এত কঠিন কঠিন কথা বলতে আপনাদের হৃদয় কাঁপছে না? আমরা বারবার বলতে চাই, মোহনবাগান জাতীয় স্তর থেকে এশীয় স্তরে খেলুক এটা আমরা সকলেই চাই। সেজন্যই এতকিছু। নিশ্চয়ই পিছিয়ে আসার জন্য কিছু করছি না।’
অবশ্যই পড়ুন: কীভাবে বিনামূল্যে দেখবেন মহিলা বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ? রইল ওয়েদার রিপোর্টও
মোহনবাগানের তরফে প্রেস বিবৃতিতে খুব পরিষ্কার ভাষায় লেখা হয়, ‘মোহনবাগান ইরানে খেলতে না যাওয়ায়, সমর্থকদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে তা যে অমূলক আমরা সেটা মনে করি না। আমরা বিশ্বাস করি, সব ধরনের প্রতিযোগিতাতেই মোহনবাগানের খেলা উচিত। আপনাদেরও একটা বিষয়ে মাথায় রাখা উচিত, প্রতিবছর যে বিশাল বাজেটের দল তৈরি করা হচ্ছে, তা সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। পরপর ISL লিগ, কাপ সব জিতে ভারতীয় ফুটবলে মোহনবাগানের জয়ের পতাকা ওড়ানো নিশ্চয়ই সেই বার্তা বহন করে।’
বাগানের তরফেআরও বলা হয়, ‘এটাও ঠিক, আমরা প্রথম সারির কিছু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হয়তো দ্বিতীয় সারির কিছু প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি। না হলে রিজার্ভ দল খেলিয়েছি। যে প্রতিযোগিতায় আমরা অংশ নিইনি, বা রিজার্ভ দল খেলিয়েছি, ভালভাবে একটু ভাবনা চিন্তা করে দেখুন প্রতিটি সিদ্ধান্তের পেছনে টেকনিক্যাল কারণ ছিল। আর শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা ভারতীয় ফুটবলের প্রথম সারির প্রতিযোগিতায় একচেটিয়া আধিপত্য বিস্তারই প্রমাণ করে দেয়।’