অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মোহনবাগানের অনুশীলন, আসল কারণ জানুন

Published:

Mohun Bagan Practice Postponed see the reason
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের আকাশে ঘন কালো মেঘ। অনিশ্চিত দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL। আর এই টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা তা নিয়ে তৈরি রয়েছে গভীর সংশয়। কারণ, FSDL থেকে শুরু করে কোনও সংস্থাই ইন্ডিয়ান সুপার লিগের টেন্ডারের জন্য বিড করেনি, এমতাবস্থায় ISL নিয়ে ডামাডোলের মাঝে বিরাট সিদ্ধান্ত নিয়ে বসলো মোহনবাগান। বেহাল পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল সবুজ মেরুন (Mohun Bagan Practice Postponed)।

মোহনবাগানের অনুশীলন বন্ধ রাখার কারণ কী ISL?

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের আগে টেন্ডার সংক্রান্ত বিড পেপার জমা দেওয়ার শেষ তারিখ 5 নভেম্বর রেখেছিল ফেডারেশন কমিটি। পরবর্তীতে সেটাকে বাড়িয়ে 7 নভেম্বর করা হয়। তবে সবচেয়ে অবাক করা বিষয়, হাতে অতিরিক্ত সময় পাওয়া সত্ত্বেও ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগের জন্য বিড করেনি কোনও সংস্থা। কাজেই আদৌ আর ISL আয়োজন করা যাবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক ধোঁয়াশা। আর এই প্রশ্ন চিহ্নকে সামনে রেখেই এবার অনুশীলন থামালো মোহনবাগান।

ক্লাব সূত্রে খবর, ইন্ডিয়ান সুপার লিগ অনিশ্চিত হয়ে পড়ায় আর অনুশীলনে নামতে চাইছে না মোহনবাগানের কেউই। সবুজ মেরুন শিবির থেকে যা খবর আসছে, যতদিন না পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটবে এবং ISL এর দায়িত্ব নতুন কোনও সংস্থার কাঁধে উঠবে, ততদিন পর্যন্ত নিজেদের অনুশীলন স্থগিত রাখবে মোহনবাগান। যদিও সবুজ মেরুন ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও আশাহত হয়েছেন সমর্থকরা।

অবশ্যই পড়ুন: VRS নিয়ে কর্মীদের জন্য নতুন নিয়ম লাগু করল সরকার

প্রসঙ্গত, আগামী 10 নভেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা ছিল মোহনবাগানের। তবে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আপাতত সামনে আর কোনও দ্বিতীয় রাস্তা খোলা নেই তাদের। ইস্টবেঙ্গল যদিও সুপার কাপের সেমিফাইনাল খেলবে। তবে লাল হলুদের সামনে আটকে গিয়ে সেই সুযোগ অনেক আগেই হাতছাড়া হয়েছে বাগানের। ফলে এই মুহূর্তে হাতে আর দ্বিতীয় টুর্নামেন্ট না থাকায় অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্তেই পৌঁছল শুভাশিস বসুদের ম্যানেজমেন্ট। সেই সাথে প্রধান কোচ হোসে মোলিনাকে নিয়েও আপাতত সিদ্ধান্ত নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে, একাধিক সমস্যায় জর্জরিত গঙ্গা পাড়ের দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join