ডার্বি জিতলেই দুই নম্বরে মোহনবাগান, কততে নামবে ইস্টবেঙ্গল? দেখুন ISL-এ দুই দলের পরিস্থিতি

Published on:

kolkata derby kohun bagan east bengal

প্রীতম সাঁতরা, কলকাতাঃ ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) মোহনবাগানের ((Mohun Bagan SG) বিরুদ্ধে এখনও জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। আজ সেই আক্ষেপ ঘোচানোর আশায় খেলার দিকে চোখ রাখবেন লাল হলুদ সমর্থকরা। মোহনবাগান সমর্থকরা চাইবেন ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে তাদের প্ৰিয় দল পয়েন্ট তালিকায় আরও এগিয়ে যাক।

ISL Derby-তে এগিয়ে মোহনবাগান

WhatsApp Community Join Now

এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ফর্ম রয়েছে দুই মেরুতে। মোহনবাগান চার ম্যাচ খেলে রয়েছে চার নম্বরে। যার মধ্যে দুটি ম্যাচে জিতেছে, হেরেছে ও ড্র করেছে যথাক্রমে একটি করে ম্যাচে। আইএসএল ২০২৪-২৫ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি। উপরন্তু চার ম্যাচের মধ্যে চারটিতেই তারা হেরেছে। ফলে তেরো দলের লিগে ইস্টবেঙ্গল এফসি রয়েছে তেরো নম্বরে। আজকের বড় ম্যাচ থেকে যেনতেন প্রকারে পয়েন্ট আদায় করতে চাইবে লাল হলুদ ব্রিগেড।

দু’নম্বরে যাওয়ার সুযোগ মোহনবাগানের

ইস্টবেঙ্গল এফসিকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় মোহনবাগান সুপার জায়ান্টের কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। চার নম্বর থেকে দুই নম্বরে চলে যেতে পারে দল। তবে তার জন্য মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পঞ্জাব এফসিকে পয়েন্ট হারাতে হবে। এই মুহূর্তে পাঞ্জাব এফসি খুব ভাল ফর্মে আছে।

ইস্টবেঙ্গল যেতে পারে এগারো নম্বরে

ইস্টবেঙ্গল যদি মোহনবাগানকে হারাতে পারে তাহলে সর্বোচ্চ ১১ নম্বরে উঠতে পারবে দল। এখানেও অবশ্য মুম্বই বনাম পাঞ্জাব এফসি ম্যাচ গুরত্বপূর্ণ। মুম্বই হেরে গেলে বা ড্র করলে এবং মোহনবাগান সুপার জায়ান্ট বড় ম্যাচ হারলে ১৩ নম্বর থেকে ১১ নম্বরে যাবে ইস্টবেঙ্গল এফসি।

খেলা কোথায় দেখবেন?

বাংলায় Sports 18 3 চ্যানেলে দেখা যাবে। ইংরেজিতে ধারা বিবরণী শুনতে চাইলে Sports 18 1 SD এবং Sports 18 1 HD-তে চোখ রাখতে হবে। আর হিন্দি কমেন্ট্রি শুনতে চাইলে রয়েছে Sports 18 Khel এবং Sports 18 2 চ্যানেলে। অনলাইনে তিনটি ভাষায় খেলা দেখতে পারবেন জিও সিনেমার মাধ্যমে।

সঙ্গে থাকুন ➥
X