মোলিনাও পদত্যাগ করবেন? ডার্বির আগে মুখ খুললেন বাগান কোচ

Published on:

mohun bagan sg jose molina

জোসে মোলিনাও (Jose Molina) কি সরে দাঁড়াবেন? কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) ইস্তফা দেওয়ার পর থেকে ময়দানে ঘোরাফেরা করছে এই প্রশ্ন। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচের আগের দিন এই প্রশ্নের জবাব দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG vs Mohammedan SC) কোচ হোসে মোলিনা।

ইতিমধ্যে উঠেছে ‘গো ব্যাক’ শ্লোগান

WhatsApp Community Join Now

খাতায় কলমে ভালো দল গঠন করার পরেও ধারাবাহিকভাবে জয় তুলে নিতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট। সমর্থকদের মন ভরাতে পারছেন না সবুজ মেরুন ফুটবলররা। প্রশ্নের মুখে অভিজ্ঞ কোচ মোলিনার পরিকল্পনা। ইতিমধ্যে তাঁকে শুনতে হয়েছে ‘গো ব্যাক’ শ্লোগান। এবার তাঁকে সামলাতে হল পদত্যাগ প্রসঙ্গে করা প্রশ্ন।

চাপমুক্ত মহমেডান

এবারেই প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেলছে মহামেডান স্পোর্টিং ক্লাব। গত ম্যাচেই তারা চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে ফুটবলররা খোলা মনে মাঠে নামবেন বলে জানিয়েছেন সাদা কালো কর্তারা। মহামেডান কর্তাদের মতে, চাপ থাকবে বাগানের ওপর। পয়েন্টের বিচারে দুই দলই এখন সমানে সমানে। মহামেডান স্পোর্টিং ক্লাব ও মোহনবাগান সুপার জায়ান্ট তিনটি করে ম্যাচ খেলে পেয়েছে চার পয়েন্ট। মোহনবাগান তাদের শেষ আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হেরেছে ০-৩ গোলে।

সরছেন মোলিনা?

মোহনবাগানের ওপর চাপ যে থাকবে সেটা অস্বীকার করার উপায় নেই। রক্ষণের দুর্বলতা এখনও সারেনি। গোল আসছে, কিন্তু ব্যবধান ধরে রাখতে পারছে না দল। মোহনবাগান সমর্থকদের একাংশ ইতিমধ্যে কোচ বদল করার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে জোসে মোলিনা নিজে বলেছেন, ‘আমার ওপর কোনও চাপ নেই। অন্য ক্লাবে কী হয়েছে সে ব্যাপারে কিছু ভাবছি না। নিজেদের খেলা কী করে আরও ভাল করা যায় সে ব্যাপারেই ভাবছি।’

মোলিনার পাশে কামিন্স

সবুজ মেরুনের তারকা ফুটবলার জেসন কামিন্সও কোচকে আরও সময় দেওয়ার পক্ষে। তাঁর মতে, ‘নতুন কোচ, একে অন্যকে বুঝে নিতে একটু সময় লাগছে। তবে আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে বদ্ধিপরিক। আগের থেকে আরও ভাল খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সঙ্গে থাকুন ➥
X