মশাল নেভাতে মোলিনার মোক্ষম চাল! এভাবে ডার্বি জিতবে মোহনবাগান

Published on:

jose molina

প্রীতম সাঁতরা, কলকাতাঃ রাত পোহালেই ডার্বি (Mohun Bagan vs East Bengal)। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG), ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), দুই শিবিরে তৈরি হচ্ছে একে অন্যকে ধরাশায়ী করার নীল নকশা। সম্প্রতি সময়ের পাওফ্রম্যান্সের ওপর ভিত্তি করে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান কিছুটা এগিয়ে থেকে ডার্বি শুরু করবে। তবে সবুজ মেরুন ব্রিগেডও যে দারুণ ফুটবল উপহার দিয়েছে এমনটা না। বরং মেরামত করার জায়গা রয়েছে বিস্তর।

ব্যস্ত বাগানের স্প্যানিশ কোচ

WhatsApp Community Join Now

নিজেদের খেলায় যে অনেক উন্নতি করতে হবে সেটা জানেন মোহনবাগান সুপার জায়ান্টের অভিজ্ঞ কোচ হোসে মলিনা। তাই ডার্বির আগে অনুশীলনে কোনও রকমের ছাড় দিতে নিতে নারাজ। বরং রক্ষ্মণ ও আক্রমণ, দুই বিভাগের ফুটবলারদের নিয়েই ব্যস্ত বাগানের স্প্যানিশ কোচ।

গোল করার লোকের অভাব নেই

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগে গোল করার লোকের অভাব নেই। কিন্তু সমস্যা হল ফিটনেস ও ফর্ম। সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস চলতি মরশুমে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দিমি যে এখনও নব্বই মিনিট দৌড়ানোর মতো জায়গায় নেই সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল।

দিমিদের ফিরতে হবে ফর্মে?

ডার্বির আগে হাতে অনেকটা সময় পেয়েছেন মলিনা। মাঝে আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্লাব ফুটবলে বিরতি ছিল। এই সময়টা কোচ নিশ্চই পুরোদস্তর কাজে লাগিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগ খেতাব ও শিল্ড জিততে হলে মোহনবাগানকে খেলতে হবে দৈত্যের মতোই। সেটার জন্য দিমিদের ফর্মে ফেরা খুব দরকার।

কামিন্স নাকি জেমি?

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণ তৈরি করার পথ বেছে নিতে পারেন মলিনা। শুরুতেই গোল তুলে নিয়ে চাপ বাড়াতে চাইবেন প্রতিপক্ষের ওপর। সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন দুই উইং লিস্টন কোলাসো কিংবা মনভীর সিংদের। মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে গ্রেগ স্টুয়ার্টকে। স্টুয়ার্ট ইতিমধ্যে কার্যকর ভূমিকা নিয়েছেন। স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স নাকি জেমি ম্যাকলারেন সে ব্যাপারে প্রশ্ন থাকবে। ম্যাকলারেন ফিট হয়ে মাঠে নেমেছেন অনেক পরে। মাঠে নেমেই অবশ্য নিজের জাত কিছুটা চিনিয়েছেন। কামিন্সকে এবারেও সমালোচনা জারি রয়েছে। তবে তার মধ্যেও তিনি গোল করেছেন।

সঙ্গে থাকুন ➥
X